শহীদ সালাউদ্দিনের সন্তান আমাদের ধন্যবাদ জানিয়েছেন: ফরহাদ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ০৭:২৭ পিএম
শহীদ সালাউদ্দিনের সন্তান আমাদের ধন্যবাদ জানিয়েছেন: ফরহাদ

ঢাকা: প্রদর্শনীতে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি রাখার জন্য তার সন্তান আমাদের ধন্যবাদ দিয়েছেন বলে জানিয়েছেন ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এসএম ফরহাদ।  

ছাত্রদলের ছোট একটা অংশ তাদের উপর ভর করার চেষ্টা করছে। সেই বামপন্থি অংশ যারা আওয়ামী লীগের উপর ভর করে সেটাকে শেষ করেছে। আশা করি ছাত্রদল এই বিষয়ে সতর্ক থাকবে।

বুধবার বিকেল ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এসএম ফরহাদ এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন, আমরা খালেদা জিয়ার ছবি জেদের বসে ব্যবহার করেনি। আমরা তার বক্তব্য হাজির করেছি। যা সত্য তা তুলে ধরেছি।

ঢাবি শিবির সভাপতি বলেন, যারা বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে, গতকাল আমরা তাদের ছবি প্রদর্শন করেছিলাম। কিন্তু এটা নিয়ে বিতর্ক হয়েছে। তাই আজ সেই বিচারের ডকুমেন্ট শো করেছি, যেখানে ফুটে উঠেছে, সেটা বিচারিক হত্যাকাণ্ড ছিল। যারা হাসিনার এই বিচারিক হত্যাকাণ্ডের বিচারের বিপক্ষে দাঁড়িয়েছিল, আমরা তাদের বক্তব্য তুলে ধরেছি। এরই অংশ হিসেবে খালেদা জিয়ার একটি বয়ান তুলে ধরা হয়েছে।

তিনি আরও বলেন, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান আমাদের ইতোমধ্যে ধন্যবাদও দিয়েছেন। সুতরাং এটা নিয়ে ভিন্ন বয়ান তৈরির সুযোগ নেই।

এআর

Link copied!