আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। ফাইল ছবি
ঢাকা: সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেছেন, আগামী সংসদ গণপরিষদ না হলেও এর হাতে থাকবে সংবিধান সংশোধনের বিশেষ ক্ষমতা। গণমাধ্যমে এক সাক্ষাৎকারে এই আইনজীবী জানান, সাংবিধানিক কাঠামোয় প্রয়োজনীয় পরিবর্তন আনতেই এই সাময়িক ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
তিনি জানান, নতুন সংসদ সাধারণ সংসদের মতোই কার্যক্রম চালাবে। তবে নির্দিষ্ট সময়ের জন্য এর ওপর ন্যস্ত করা হবে একটি অতিরিক্ত দায়িত্ব-গাঠনিক বা কাঠামোগত পরিবর্তনের ক্ষমতা। এই সময়েই সংবিধানের মৌলিক সংস্কার কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
শিশির মনিরের ভাষায়, সংসদ দ্বিকক্ষবিশিষ্ট করার প্রস্তাবও আলোচনায় আছে-একটি উচ্চকক্ষ ও একটি নিম্নকক্ষ নিয়ে। নির্বাচনের পর প্রথম অধিবেশনে সংবিধান সংশোধনের মাধ্যমে এই কাঠামো নির্ধারণ করা হতে পারে। এরপর সংসদ স্বাভাবিকভাবেই দুই কক্ষ নিয়ে কাজ চালিয়ে যাবে।
তিনি আরও বলেন, সংবিধান সংশোধনের আগে একটি গণভোটের প্রস্তাব রয়েছে। এ গণভোট আগের মতোই সামগ্রিক রায় হিসেবে নেওয়া হবে, আলাদা আলাদা বিষয় ধরে নয়। অতীতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, হুসেইন মুহম্মদ এরশাদ ও বেগম খালেদা জিয়ার সময়েও একই পদ্ধতিতে গণভোট অনুষ্ঠিত হয়েছিল। এবারও নাগরিকদের কাছে মূল প্রশ্ন থাকবে-জুলাই সনদে উল্লিখিত সংস্কার প্রস্তাবগুলোর প্রতি তারা একমত কি না।
এসএইচ
আপনার মতামত লিখুন :