ভোটার সমর্থনে এগিয়ে বিএনপি: রংপুরে জামায়াত, বরিশালে আ.লীগ

  • সোনালী ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০৭:১১ পিএম
ভোটার সমর্থনে এগিয়ে বিএনপি: রংপুরে জামায়াত, বরিশালে আ.লীগ

ফাইল ছবি

ঢাকা: ভোটারদের পছন্দের তালিকায় দেশের ছয়টি বিভাগে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রংপুর বিভাগে সবচেয়ে বেশি সমর্থন পেয়েছে জামায়াতে ইসলামী এবং বরিশাল বিভাগে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। বেসরকারি সংস্থা ইনোভিশন কনসালটিং পরিচালিত ‘পিপলস ইলেকশন পালস সার্ভে, দ্বিতীয় পর্ব-তৃতীয় খণ্ড’ প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সোমবার রাজধানীর কারওয়ানবাজারে আয়োজিত ‘ভোটারদের সিদ্ধান্তে সামাজিক প্রেক্ষাপট ও ভিন্নতার প্রভাব’ শীর্ষক গোলটেবিল আলোচনায় জরিপের ফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক ও গবেষণা ব্যক্তিত্ব।

জরিপে দেখা গেছে, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে বিএনপি ভোটার সমর্থনে এগিয়ে রয়েছে। ময়মনসিংহে বিএনপি ৪৫.৭ শতাংশ, জামায়াত ২৫.৮ শতাংশ, আওয়ামী লীগ ১৭.৩ শতাংশ ও এনসিপি ৪.৭ শতাংশ। সিলেটে বিএনপি ৪৪.৭ শতাংশ, জামায়াত ২৯.৬ শতাংশ, আওয়ামী লীগ ১৪ শতাংশ। রাজশাহীতে বিএনপি ৪৪.৪ শতাংশ, জামায়াত ৪০.৯ শতাংশ, আওয়ামী লীগ ৯.২ শতাংশ। খুলনায় বিএনপি ৪৩.৩ শতাংশ, জামায়াত ৩০.১ শতাংশ, আওয়ামী লীগ ১৮.৩ শতাংশ। ঢাকায় বিএনপি ৪০.৮ শতাংশ, আওয়ামী লীগ ২৫.৮ শতাংশ, জামায়াত ২৪.৩ শতাংশ। চট্টগ্রামে বিএনপি ৪১.৯ শতাংশ, জামায়াত ২৭.৬ শতাংশ, আওয়ামী লীগ ১৭.১ শতাংশ।

অন্যদিকে রংপুরে জামায়াত এগিয়ে ৪৩.৪ শতাংশ সমর্থন নিয়ে; বিএনপি পেয়েছে ৩৬.৭ শতাংশ এবং আওয়ামী লীগ ১২.৫ শতাংশ। বরিশালে আওয়ামী লীগ ৩১.৯ শতাংশ ভোটার সমর্থন নিয়ে শীর্ষে, বিএনপি ২৮.৭ শতাংশ এবং জামায়াত ২৯.১ শতাংশ।

সার্বিকভাবে ভোটারদের পছন্দের তালিকায় বিএনপি প্রথম, জামায়াত দ্বিতীয়, আওয়ামী লীগ তৃতীয় এবং এনসিপি চতুর্থ অবস্থানে রয়েছে।

জরিপ পরিচালনা করা হয় দেশের ৬৪ জেলার মোট ১০ হাজার ৪১৩ নাগরিকের মধ্যে। এলাকা অনুযায়ী ৬৯.৫ শতাংশ গ্রামীণ ও ৩০.৫ শতাংশ শহুরে। লিঙ্গভিত্তিক অংশগ্রহণ: পুরুষ ৫৪.২ শতাংশ, নারী ৪৫.৪ শতাংশ, তৃতীয় লিঙ্গ ০.৪ শতাংশ।

বয়সভিত্তিক সমীক্ষা অনুযায়ী জেন জি (১৮–২৮ বছর) ৩৭.৬ শতাংশ, মিলেনিয়াল (২৯–৪৪ বছর) ৩৩.৪ শতাংশ, জেন এক্স (৪৫-৬০ বছর) ১৯.৮ শতাংশ এবং ৬০ বছরের ঊর্ধ্বে ১.৩ শতাংশ।

জরিপের দ্বিতীয় খণ্ডে আলোচিত হয়েছে ভোটারদের দলীয় পছন্দ, অনুমোদন, ভোটের সিদ্ধান্ত, ভারত-পাকিস্তানের সঙ্গে সম্পর্ক এবং ভবিষ্যৎ সরকারের প্রতি প্রত্যাশা।

ইনোভিশন কনসালটিং এই জরিপে সহযোগিতা করেছে ব্রেইন এবং ভয়েস ফর রিফর্ম।

এসএইচ 
 

Link copied!