ওমরাহ শেষে নভেম্বরেই দেশে ফিরছেন তারেক রহমান

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০৪:০৮ পিএম
ওমরাহ শেষে নভেম্বরেই দেশে ফিরছেন তারেক রহমান

ফাইল ছবি

ঢাকা: দেশে ফেরা এবং পবিত্র ওমরাহ করার জন্য নভেম্বরকে বেছে নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে লন্ডন থেকে নাকি সৌদি আরব থেকে তিনি দেশে ফিরবেন তা জানা যায়নি।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর জানান, তারেক রহমান পবিত্র ওমরাহ শেষে নভেম্বরে দেশে ফিরবেন।

তিনি জানা, আগামী নভেম্বর মাসের শেষ সপ্তাহে পবিত্র ওমরাহ পালনের জন্য লন্ডন থেকে সৌদি আরব যাবেন তারেক রহমান। ওমরাহ শেষ করেই তিনি দেশে ফিরতে পারেন।

তিনি জানান, নভেম্বর মাসের ২০ তারিখের আগে বা পরে ওমরাহ পালনের উদ্দেশ্যে তারেক রহমান সৌদি আরব যাবেন।

তিনি আরও জানান, তবে সৌদি আরব থেকে সরাসরি বাংলাদেশে আসবেন, নাকি লন্ডন হয়ে আসবেন, সেই বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

পিএস

Link copied!