ফাইল ছবি
ঢাকা: বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করলে তৃণমূল নেতাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে তিনি চান না, কেউ বহিষ্কারের মতো কঠোর পদক্ষেপের শিকার হোক।
রোববার দলের সিনিয়র নেতাদের সঙ্গে চট্টগ্রাম ও রংপুর বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের এক ঘণ্টা ৪০ মিনিট ধরে চলা বৈঠকে তারেক রহমান এই সতর্কবার্তা দেন। সভায় অংশগ্রহণকারীদের বলা হয়, নির্বাচনের আগে বিচ্যুত না হয়ে দলের সব সিদ্ধান্ত মেনে চলতে হবে।
তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যুক্ত ছিলেন। তিনি যেসব এলাকায় দল প্রার্থী দিচ্ছে না, সেখানে জোট সঙ্গীদের সহযোগিতা করারও আহ্বান জানান। এছাড়া মনোনয়নপ্রাপ্তরা যেন উল্লাস, উৎসব বা মিষ্টি বিতরণ না করে, এবং টিকিটবঞ্চিতদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করেন তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।
চট্টগ্রাম-১ আসনের মনোনয়নপ্রত্যাশী শেখ মো. মহিউদ্দিন বলেন, ‘সালাহউদ্দিন আহমেদ আমাদের সতর্ক করেছেন, যদি কেউ দলের সিদ্ধান্ত মেনে না চলে, সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তারেক রহমানও এই মন্তব্যের সঙ্গে একমত হয়েছেন, তবে তিনি চান না কঠোর পদক্ষেপ নিতে।’
চট্টগ্রাম-১৫ আসনের মনোনয়নপ্রত্যাশী নাজমুল মোস্তফা আমিন বলেন, ‘দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গেলে ব্যবস্থা নেওয়া হবে। তবে তারেক রহমান চাইছেন সবাই শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করুক।’
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক এম ইদ্রিস মিয়া বলেন, ‘মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের অবশ্যই টিকিটবঞ্চিতদের বাড়িতে গিয়ে সহযোগিতা চাইতে হবে।’
চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন বলেন, ‘দলকে নিজের সন্তান ও মায়ের মতো ভালোবাসতে হবে। আসন্ন নির্বাচনে জয় ছাড়া আর কোনো বিকল্প নেই।’
সভা শেষে নেতারা হাত তুলে দল মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দেন। কুমিল্লা-৬ আসনের মনোনয়নপ্রত্যাশী আমিনুর রশিদ ইয়াসিন বলেন, “বিএনপির ওপর বিএনপির আস্থা বজায় রাখতে হবে। কোনো বিতর্কিত পদক্ষেপ নেওয়া উচিত নয়।”
এসএইচ
আপনার মতামত লিখুন :