ফাইল ছবি
ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, যদি বিএনপি ‘না’ ভোটের সুড়ঙ্গ ধরেন তাহলে তাদের রাজনৈতিক অস্তিত্বই ক্ষতিগ্রস্ত হবে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘‘রাজনীতির বর্তমান ও ভবিষ্যতের পথরেখা’’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
পাটওয়ারী বলেন, ‘‘বিএনপির জন্ম হয়েছিল ‘হ্যাঁ’ ভোটের মধ্য দিয়ে। এখন তারা যদি ‘না’ ভোটের পথে অটল থাকে, তাহলে নিজেরাই নিজেদের মৃত্যুর কবর খোঁড়বেন। বিএনপি একটি বড় দল-তাদের উচিত কৌশলে অথচ বাস্তবে গণভোট ও নির্বাচনকে গৃহীত করা।’
তিনি বিএনপি ও জামায়াতের চলমান কুতর্কের ওপরও তীব্র মূল্যায়ন করেন এবং দু’দলকে ভবিষ্যৎভিত্তিক চিন্তা করার আহ্বান জানান। তার বলেন, ‘‘জামায়াত একসময় বিএনপির সঙ্গে মিলে যাবে; বর্তমানে তারা মিলে কুতর্ক করছে। তাদের এ কুতর্ক জাতির সামনে বিভ্রান্তি সৃষ্টি করছে—এ থেকে বেরিয়ে আসতে হবে।’
সংস্কার কমিশনের সুপারিশমালা প্রকাশের দাবি জানিয়ে পাটওয়ারী বলেন, ‘সংস্কার কমিশন সুপারিশ দিয়েছে—ড্রাফটটি জনসমক্ষে আনতে হবে। যদি সুপারিশমালার খসড়া প্রকাশ করা হয়, তবে এনসিপি সেই সুপারিশে স্বাক্ষর করার জন্য প্রস্তুত থাকবে।’ তিনি ড. মুহাম্মদ ইউনূস ও তাঁর কোর্ট প্রসঙ্গ তুলে আইন উপদেষ্টাদের ভূমিকার ওপরে কটাক্ষও করেন।
ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের দাবি পুনর্ব্যক্ত করে পাটওয়ারী বলেন, ‘দেশের পরিস্থিতি ভালো নয়। ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন আয়োজন করা উচিত। যদি তা না হয় এবং দেশ গৃহযুদ্ধের দিকে ধাবিত হয়, তার দায়ভার প্রধান উপদেষ্টাকে নিতে হবে।’
আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নির্বাচনে আনার বিষয়ে কোনও ছাড় নেই বলে স্পষ্ট করে তিনি বলেন, ‘জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে নির্বাচনে না আনাটা কোনো সমঝোতার বিষয় নয়। বহু মানুষ বলেছিলো আওয়ামী লীগের নেতাকর্মীর ওপর আঘাত হবে—তবে আমরা তাদের ওপর হাত তোলা থেকে বিরত থেকেছি। তবু যদি তারা বাধা সৃষ্টি করে, কঠোরভাবে প্রতিহত করবো।’
তিনি বিএনপিকেও কঠোর অনুরোধ জানান যেন তারা সুস্পষ্টভাবে সক্রিয় হয়ে নির্বাচনে অংশ নেয় এবং রাজনৈতিক অচলাবস্থা দূর করে।
অনুষ্ঠানে দেশে রাজনৈতিক অবস্থা, নির্বাচন কমিশনের ভূমিকাসহ নানা কৌশলগত বিষয়ে অংশগ্রহণকারীরা বিস্তর আলোচনা করেন। এনসিপি নেতারা বারবার রাজনৈতিক সংলাপ, স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়ার শুদ্ধিকরণে সকল দলের জবাবদিহি ও সহযোগিতার আহ্বান জানান।
এসএইচ
আপনার মতামত লিখুন :