আ.লীগের গুপ্ত কৌশল ঠেকাতে জাতীয় ঐক্য অত্যন্ত জরুরি: তারেক 

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০৮:০৭ পিএম
আ.লীগের গুপ্ত কৌশল ঠেকাতে জাতীয় ঐক্য অত্যন্ত জরুরি: তারেক 

ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত, জনগণের প্রতি দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। এই সরকারের কাজ কোনো দলের স্বার্থ বাস্তবায়ন নয়। 

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘হিন্দু প্রতিনিধি সম্মেলন ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, অতীতের স্বৈরাচার ও ফ্যাসিবাদের সময়ে দেশে সবচেয়ে জনপ্রিয় দল হওয়া সত্ত্বেও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দেড় লাখ মামলা দায়ের করা হয়েছিল, ৭০০-এর বেশি নেতাকর্মীকে অপহরণ ও হত্যা করা হয়েছিল। রাতের বেলায় আদালত বসিয়ে রায় ঘোষণা করা হতো। দেশের কোথাও কোনো বিশ্বাসযোগ্য তদন্ত বা বিচার হয়নি। তিনি বলেন, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া সংখ্যালঘু বা সংখ্যাগুরু– কোনো নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বর্তমান পরিস্থিতি দেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সকল ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি সুযোগ এনে দিয়েছে। তবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে কিছু সঙ্গীর ভূমিকা দেশের মানুষের অধিকার ও সুযোগকে ক্ষতিগ্রস্ত করছে। দেশ অস্থিতিশীল হলে অতীতে পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি পুনর্বাসনের সুযোগ পেতে পারে।

তিনি সতর্ক করে বলেন, ৫ আগস্টের পতিত অপশক্তি আওয়ামী লীগ যেন কোনো দলের আড়ালে গুপ্ত কৌশল অবলম্বন করে দেশকে অস্থিতিশীল করতে না পারে। এজন্য ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখা অত্যন্ত জরুরি। তারেক রহমান আরও বলেন, বিএনপি বরাবর শান্তিকামী, সহনশীল ও গণমুখী রাজনৈতিক দল এবং ভিন্ন দল ও মতের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তার রাজনৈতিক সংস্কৃতির অংশ।

তিনি বলেন, জনগণের রায় অনুযায়ী বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে প্রাথমিকভাবে ৫০ লাখ পরিবারের নারীপ্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করবে। এছাড়া প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের জন্য ফার্মার্স কার্ডের মাধ্যমে স্বনির্ভরতা নিশ্চিত করা হবে। যুবসমাজের বেকারত্ব দূর করতে কারিগরি প্রশিক্ষণ ও ব্যবহারিক শিক্ষা দেওয়ার মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে, যাতে তারা দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পায়।

এসএইচ 

Link copied!