ফাইল ছবি
ঢাকা: দিন যত যাচ্ছে ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামী বছরের মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছেন সরকারসহ নির্বাচন কমিশনও (ইসি)। নির্বাচনকে ঘিরে প্রার্থীতা ঘোষণা করেছে বেশ কয়েকটি দল। বিএনপিও ২৩৭টি আসনে তাদের প্রার্থীতা ঘোষণা করেছে। তবে ঢাকা-১৮ আসন তারা এখন পর্যন্ত কোনো প্রার্থী চূড়ান্ত করেনি। এই আসনে নির্বাচনে ঘুরেফিরে আসছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম।
এদিকে নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী এখনো তাদের চূড়ান্ত প্রার্থীতা ঘোষণা করেনি। প্রার্থী ঘোষণা না করলেও নির্বাচনের প্রচারে তারা পিছিয়ে নেই। যেমন ঢাকা-১৮ আসনে দলটির পক্ষ থেকে নির্বাচনের জন্য আশরাফুল হক ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেরাচ্ছেন। সঙ্গে থাকছেন দলীয় নেতাকর্মীরাও। প্রার্থী নির্দিষ্ট না করায় দোলাচলে বিএনপি নেতারা।
আসনটিতে এনসিপি প্রচার-প্রচারণায় মাঠে না নামলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঢাকা-১৮ আসনে এনসিপির প্রার্থী হিসেবে ফটোকার্ড প্রচার করছেন।
এছাড়াও এই আসনে নির্বাচনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন ও বাংলাদেশ খেলাফত মজলিসের নেয়ামতুল্লাহ আমিন। তারা নিজ নিজ প্রতীকে আলাদাভাবে ভোটারদের কাছে যাচ্ছেন।
ঢাকা-১৮ আসনটি বিমানবন্দর এলাকা (বৃহত্তর উত্তরার ৬ থানা) নিয়ে গঠিত। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়ার্ড নম্বর ১, ১৭, ৪৩, ৪৪, ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩ ও ৫৪ পড়েছে এ আসনে। আসনটিতে মোট ভোটার ৫ লাখ ৮৮ হাজার ৫৪৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ১ হাজার ৮৭০, নারী ভোটার ২ লাখ ৮৬ হাজার ৬৭৩ ও তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৬ জন।
আসনটিতে বিএনপির বেশ কয়েকজন নেতা দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ করছেন। প্রার্থী ঘোষণা না করায় তৎপরতা বেড়েছে। মনোনয়ন দৌড়ে আছেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, যুগ্ম আহ্বায়ক কফিলউদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আক্তার হোসেন ও সদস্য সচিব মোস্তফা জামান।
বিএনপি নেতারা জানান, এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এনসিপির সঙ্গে বিএনপির সমঝোতা হলে আসনটি ছেড়ে দিতে পারে বিএনপি। তাই সমঝোতার আগ পর্যন্ত এ আসনে কাউকে প্রার্থী ঘোষণা করবে না দলটি।
পিএস
আপনার মতামত লিখুন :