সালাহউদ্দিনের সফরেই স্পষ্ট-তাৎক্ষণিক দেশে ফিরছেন না তারেক রহমান

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫, ০৮:১২ পিএম
সালাহউদ্দিনের সফরেই স্পষ্ট-তাৎক্ষণিক দেশে ফিরছেন না তারেক রহমান

ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের পাঁচ দিনের চট্টগ্রাম সফর ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। মাঠপর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। সাংগঠনিক বৈঠক, পরিস্থিতি মূল্যায়ন, কেন্দ্রীয় বার্তা পৌঁছে দেওয়া-সব মিলিয়ে সফরটি কেবল নিয়মিত কার্যক্রম নয়, বরং নেতৃত্বকেন্দ্রিক রাজনৈতিক নড়াচড়ার অংশ বলেই বিশ্লেষকেরা মনে করছেন। কিন্তু এই সফরের ছায়াতেই বড় প্রশ্নটি আরও জোরালো হচ্ছে-তারেক রহমান কবে দেশে ফিরবেন?

সোমবার সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, খুব শিগগিরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরবেন। তার বক্তব্যের পর দলীয় মহলে জল্পনা বাড়লেও বাস্তবতায় দেখা দিচ্ছে ভিন্ন চিত্র। কারণ সালাহউদ্দিন আহমদ ঘোষণার পরের দিনই পাঁচ দিনের চট্টগ্রাম সফর গিয়েছেন। দলীয় মাঠপর্যায়ে এখন একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে-“তারেক রহমান দেশে ফিরবেন, আর সালাহউদ্দিন–ফখরুল–রিজভীর মতো সিনিয়র নেতারা সে সময় ঢাকায় থাকবেন না-এটা কি সম্ভব?”

বিএনপি কর্মীদের মতে, এসব নেতাই তারেক রহমানের সবচেয়ে ঘনিষ্ঠ এবং স্থানীয়-কেন্দ্রীয় সমন্বয়ের মূল দায়িত্বে থাকা ব্যক্তিরা। সুতরাং তাদের কেউ যদি ঢাকার বাইরে থাকেন, তাহলে তা ইঙ্গিত দিচ্ছে যে, তারেক রহমানের তাৎক্ষণিক ফেরার সম্ভাবনা খুবই কম। এমন অবস্থায় অনেকেই ধরে নিচ্ছেন, তিনি এখনই ফিরছেন না-হলেও কিছুটা সময় পরে ফিরবেন।

লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, তারেক রহমান এখনো ট্রাভেল পাসের জন্য আবেদন করেননি। আবেদন করলেই এক ঘণ্টার মধ্যেই পাস ইস্যু করা যাবে-সরকারি সূত্রের এমন বক্তব্য স্পষ্ট করেছে যে, ফেরার ক্ষেত্রে প্রশাসনিক বাধা নেই। মূল বাধা সিদ্ধান্তগত এবং রাজনৈতিক।

তারেক রহমানের ঘনিষ্ঠ দুজন নেতা লন্ডনে হাইকমিশনে গিয়ে ট্রাভেল পাসের প্রক্রিয়া জেনে এসেছেন। এটি ইঙ্গিত দিচ্ছে যে, প্রস্তুতির কিছু ধাপ নীরবে এগোলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা, বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের আগমন এবং রাজনৈতিক সংকট-সব মিলিয়ে যে কোনো মুহূর্তে পরিস্থিতি বদলে যেতে পারে।

তবে সিনিয়র নেতাদের গতিবিধি এবং মাঠপর্যায়ের আলোচনায় যে ধারণা তৈরি হচ্ছে, তা হলো-“তাৎক্ষণিক কোনো নাটকীয় প্রত্যাবর্তন সম্ভবত ঘটছে না।”

সব মিলিয়ে সালাহউদ্দিন আহমদের চট্টগ্রাম সফরকে অনেকেই দলের ভেতর ‘পরিস্থিতি মূল্যায়ন মিশন’ হিসেবে দেখছেন। আবার অন্য অংশের বিশ্লেষণ-এটি তারেক রহমানের সম্ভাব্য প্রত্যাবর্তনের আগে নেতাদের অবস্থান যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া।

এখন নজর লন্ডন, ঢাকা এবং দলীয় হাই-কমান্ডের সিদ্ধান্তগ্রহণে। প্রশ্নটি একই থাকে-তারেক রহমান কবে দেশে ফিরবেন? তবে এ মুহূর্তে সবচেয়ে গ্রহণযোগ্য উত্তর-“এখনই নয়, তবে প্রস্তুতির গতি থেমে নেই।”

এসএইচ 

Link copied!