আমিরাতের ভিসা নীতিতে পরিবর্তন, যেসব শর্ত বাংলাদেশিদের জন্য

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০৩:৪৭ পিএম
আমিরাতের ভিসা নীতিতে পরিবর্তন, যেসব শর্ত বাংলাদেশিদের জন্য

ফাইল ছবি

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) তাদের ভিসা নীতিতে বড় পরিবর্তন এনেছে। নতুন নীতিতে এখন থেকে ১০৭টি দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশের আগে ভিসা নিতে হবে। এই তালিকায় রয়েছে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার বহু দেশ। রোববার (২৭ অক্টোবর) ইউএই কর্তৃপক্ষের সর্বশেষ হালনাগাদ নীতিতে বিষয়টি জানানো হয়।

তালিকা অনুযায়ী, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, নাইজেরিয়া, ইথিওপিয়া, কেনিয়া, ঘানা, ভিয়েতনাম, তুরস্ক, কিউবা, ডোমিনিকান রিপাবলিক, ট্রিনিডাড অ্যান্ড টোবাগো, পালাউ, সামোয়া ও টুভালু= এসব দেশের নাগরিকদের ইউএই ভ্রমণের আগে ভিসা নিতে হবে।

ইউএই সরকার বলেছে, নতুন নীতির লক্ষ্য হলো দেশটিতে আগত যাত্রীদের ভ্রমণ প্রক্রিয়া আরও সুসংগঠিত করা ও নিরাপত্তা তদারকি জোরদার করা।

একই সঙ্গে ইউএই প্রশাসন সাময়িকভাবে নয়টি দেশের নাগরিকদের জন্য পর্যটন ও কর্মভিসা বন্ধ ঘোষণা করেছে। দেশগুলো হলো-নাইজেরিয়া, ঘানা, সিয়েরা লিওন, সুদান, ক্যামেরুন, লাইবেরিয়া, বেনিন প্রজাতন্ত্র, কঙ্গো ও বুরুন্ডি।

এই নিষেধাজ্ঞা সাময়িক বলে জানিয়ে ইউএই কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যৎ নীতিগত পর্যালোচনার পর এতে পরিবর্তন আনা হতে পারে।

যেসব দেশের নাগরিকদের এখন থেকে ইউএই ভ্রমণের আগে ভিসা নিতে হবে, তাদের জন্য কিছু নির্দেশনা দিয়েছে দেশটির প্রশাসন—

* ইউএই দূতাবাস বা অনুমোদিত ভিসা সেন্টারের মাধ্যমে আগেই আবেদন করতে হবে।
* পাসপোর্টের মেয়াদ অবশ্যই অন্তত ছয় মাস থাকতে হবে।
* দ্রুত ভিসা পাওয়ার প্রতিশ্রুতি দেয় এমন ভুয়া ট্রাভেল এজেন্টদের থেকে সতর্ক থাকতে হবে।
* ইউএই ইমিগ্রেশন কর্তৃপক্ষের অফিসিয়াল আপডেট নিয়মিত অনুসরণ করতে হবে।

ইউএই প্রশাসন জানিয়েছে, নতুন এই নীতি অভিবাসন ও নিরাপত্তা ব্যবস্থাপনা আরও আধুনিক ও সুশৃঙ্খল করতে সহায়তা করবে।

সূত্র: সামাটিভি

এসএইচ


 

Link copied!