টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ১০:১৩ এএম
টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

ঢাকা : ঢাকাসহ আশেপাশের এলাকায় গতকাল বিকাল থেকে প্রায় সারারাতই বৃষ্টি হয়েছে। এতো বৃষ্টির পরও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর অবস্থায় বিরাজ করছে।

সোমবার (২৮ জুলাই) সকালের দিকে বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ার সূত্রে এ তথ্য জানা গেছে।

আইকিউ এয়ার জানায়, সোমবার ১০টা ৬ মিনিটে ঢাকার বায়ুর মান ১৩২ স্কোর নিয়ে বিশ্বে দূষণের শীর্ষ ৯ম স্থানে অবস্থান করছে। 

একই সময়ে বিশ্বে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে উগান্ডার কাম্পালা। শহরটি ১৮১ স্কোর নিয়ে বায়ু দূষণের শীর্ষে উঠে আসে। ১৭৯ স্কোর নিয়ে বাহরাইনের মানামার বাতাস দ্বিতীয়, পাকিস্তানের লাহোর ১৭৮ স্কোর নিয়ে তৃতীয়, কাতারের দোহা ১৭১ স্কোর নিয়ে চতুর্থ এবং কঙ্গোর কিংশাসা শহর ১৬০ স্কোর নিয়ে বায়ু দূষণের তালিকায় পঞ্চম স্থানে উঠেছে।

এছাড়া ইন্দোনেশিয়ার জাকার্তা ১৫৯ স্কোর নিয়ে ষষ্ঠ, চিলির সান্তিয়াগো ১৪৬ স্কোর নিয়ে সপ্তম, ভ্যাটিকানের হ্যানয় ১৩৪ স্কোর নিয়ে অষ্টম এবং আফগানিস্তানের কাবুল শহর ১২৭ স্কোর নিয়ে বিশ্বে বায়ু দূষণের দশম স্থানে অবস্থান করছে।

তথ্য মতে, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ সহনীয় হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

পিএস

Link copied!