খিলক্ষেতে কাভার্ডভ্যানের চাপায় ২ পরিচ্ছন্নতাকর্মী নিহত

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ১১:০৩ এএম
খিলক্ষেতে কাভার্ডভ্যানের চাপায় ২ পরিচ্ছন্নতাকর্মী নিহত

ফাইল ছবি

ঢাকা: রাজধানীর খিলক্ষেতে কাভার্ডভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন।

রোববার (৬ জুলাই) সকালে ‘লা মেরিডিয়ান’ হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নিহতদের একজন পুরুষ ও একজন নারী।

নিহতরা হলেন- আশরাফুল আলম (৬০) ও নিহার (৪০)।

পুলিশ জানায়, ভোরে হোটেল লা মেরিডিয়ানের সামনের অংশে রাস্তা পরিষ্কারের সময় দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ থেকে আসা ঢাকামুখী একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান।

খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। চালককেও আটক করা হয়।

এসআই

Link copied!