রাজধানীতে কালবৈশাখীর হানা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৯, ২০১৭, ০৭:৫৯ পিএম
রাজধানীতে কালবৈশাখীর হানা

ঢাকা: কালবৈশাখী ঝড় আঘাত হেনেছে রাজধানী ঢাকায়। প্রবল ঝড়ের সঙ্গে শুরু হয় বৃষ্টিপাত ও বজ্রবিদ্যুৎ ও বজ্রপাত। এতে ঘরফেরা হাজার হাজার মানুষ আটকা পড়ে রাস্তায়।

শনিবার (২৯ এপ্রিল) রাত পৌনে ৭টার দিকে কালবৈশাখী হানা দেয়। এর আগে রাজধানীর আকাশ কালো মেঘে ঢেকে যায়। বইতে থাকে প্রবল ঝড়।

বড় বড় ভবনে ধাক্কা খেয়ে ঝড় বিক্ষিপ্ত হয়ে পড়ে। ঝড়ের সঙ্গে শুরু হয় প্রবল বৃষ্টি। আর এর মধ্যে থেমে থেমে চলতে থাকে বজ্রপাত। ঝড়ের কারণে চরম দুর্ভোগে পড়ে ঘরমুখী মানুষ। রাস্তায় যানবাহন কিছুটা কমে আসে।

এদিকে, বৈরী আবহাওয়ার কারণে রাজধানী থেকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্জলের যানবাহন চলাচলের অন্যতম রুটে দৌলদিয়া ও পাটুরিয়ায় ফেরি-লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ঘাটের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে আছে। 

এর আগে গেল ১৯ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীতে কালবৈশাখী আঘাত হানে। প্রবল ঝড়বৃষ্টি আর বজ্রপাতের কারণে সড়কে চলাচলকারী যানবাহনের সংখ্যা কমে যায়। চরম দুর্ভোগে পড়েন ঘরমুখী মানুষ। এদিকে শুক্রবার (২৮ এপ্রিল) রাতে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ও সিলেটে প্রবল কালবৈশাখী আঘাত হানে। তাতে অনেক ক্ষয়-ক্ষতি হয়েছে। 

সোনালীনিউজ ডটকম/ঢাকা/এআই

Link copied!