ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত সৌদির

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫, ০৬:১০ পিএম
ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত সৌদির

ফাইল ছবি

ঢাকা: ওমরাহ ভিসার মেয়াদ তিন মাস থেকে কমিয়ে এক মাস করলো সৌদি সরকার। আগামী সপ্তাহ থেকে এই নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। সংবাদ মাধ্যম আল-অ্যারাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভিসার নতুন মেয়াদ ইস্যুর তারিখ থেকে গণনা করা হবে। অর্থাৎ, ভিসা ইস্যুর ৩০ দিনের মধ্যে কেউ যদি সৌদি আরবে প্রবেশ না করেন, তাহলে তার ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। নতুন এই বিধান আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে।

তবে মেয়াদ কমানো হলেও এতে ওমরাহ পালনকারীদের সৌদি আরবে থাকার সময়সীমায় কোনো প্রভাব পড়বে না। ভিসাধারীরা দেশটিতে পৌঁছানোর পর তিন মাস পর্যন্ত অবস্থান করতে পারবেন।

আরব উপদ্বীপজুড়ে শীতের আমেজ শুরু হওয়ায় বিপুল সংখ্যক মুসলমান সৌদি আরবে ছুটছেন ওমরাহ পালনের উদ্দেশ্যে। এই ক্রমবর্ধমান ভিড় নিয়ন্ত্রণে রাখতে দেশটি নতুন নিয়ম চালু করেছে।

পিএস

Link copied!