ঢাকা: দক্ষতা প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) থেকে নিবন্ধন সনদ পেলো কাইজান আইটি লিমিটেড।
সোমবার (৮ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮ এর অনুচ্ছেদ ১৬ (১) অনুযায়ী এ নিবন্ধন সনদ দেয়া হয়।
কাইজান আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মুমিন জানান, আমরা এ প্রতিষ্ঠান বহুদিন ধরে দেশের বেকার জনগোষ্ঠীকে আইটি বিভাগে দক্ষ হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। কাইজান আইটি থেকে প্রশিক্ষণ নিয়ে বহু শিক্ষার্থী ও বেকার তরুণ তরুণীরা দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজ করছে। এছাড়া অনেকে আইটি রিলেটেড উদ্যোক্তাও হয়েছেন। আমরা সব সময় এখানে আশা প্রশিক্ষনার্থীদের দক্ষতা উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করি। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ থেকে নিবন্ধন সনদ পাওয়া আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে।
এমএস
আপনার মতামত লিখুন :