সিরিজ জিততে বাংলাদেশের সামনে বড় লক্ষ্য

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৮, ২০২৫, ০৭:৪০ পিএম
সিরিজ জিততে বাংলাদেশের সামনে বড় লক্ষ্য

ঢাকা: টস জিতে আগে ব্যাটিং নিয়ে চারিথ আসালাঙ্কা বলেছিলেন ২৮০ রানের বেশি করতে চান তারা। আরও বড় সংগ্রহের ভিত পেলেও, শেষ পর্যন্ত ২৮০ রানের চেয়ে বেশি দূর যেতে পারেনি লঙ্কানরা।

৭ উইকেট হারিয়ে ২৮৫ রানে থামল স্বাগতিকদের ইনিংস। সিরিজ জিততে মোটামুটি কঠিন লক্ষ্যই পেল বাংলাদেশ।

ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৮৫ রানের বেশি লক্ষ্য তাড়া করে জয়ের নজির আছে মাত্র তিনটি।

কুসাল মেন্ডিসের সেঞ্চুরি ও আসালাঙ্কার ফিফটিতে এক পর্যায়ে ৪০ ওভারে ৩ উইকেটে ২২২ রান করে ফেলেছিল শ্রীলঙ্কা। তবে শেষ ১০ ওভারে তাদেরকে ৬৩ রানের বেশি করতে দেয়নি বাংলাদেশের বোলাররা। 

 

ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরিতে ১২৪ রানের ইনিংস খেলেন কুসাল। আসালাঙ্কার ব্যাট থেকে আসে ৫৮ রান। চতুর্থ উইকেটে দুজন মিলে গড়েন ১২৪ রানের জুটি। এছাড়া পাথুম নিসাঙ্কা করেন ৩৫ রান।

বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। প্রথম ম্যাচের মতো এদিনও উইকেটশূন্য থাকেন মুস্তাফিজুর রহমান। 

এআর

Link copied!