শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৩, ২০২৫, ১১:৫০ পিএম
শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

ঢাকা: ওয়ানডে সিরিজের পুনরাবৃত্তি করল বাংলাদেশ। প্রথম ম্যাচ হারের পর জিতে গেল দ্বিতীয় টি-টোয়েন্টি। ৮৩ রানের দারুণ জয়ে তিন ম্যাচ সিরিজে সমতা ফেরাল সফরকারীরা।

ডাম্বুলার রানগিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৭৭ রান করে বাংলাদেশ। জবাবে মাত্র ৯৪ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

সিরিজজুড়েই দুর্দান্ত ব্যাটিং করা ওপেনার পাতুম নিশাঙ্কার করা সর্বোচ্চ ৩২ রান ২৯ বলে। আরেক মারদাঙ্গা ওপেনার কুশল মেন্ডিস তো দুই বাউন্ডারিতে ৮ রান করে প্রথম ওভারেই রান আউট। ১৫.২ ওভারে ৯৪ রানে অলআউট শ্রীলঙ্কাকে আসলে পথ দেখাতে পারেননি কেউই। 

বাংলাদেশের সব বোলারের মধ্যেই ভাগ করে দিতে হবে কৃতিত্বটা। তার মধ্যেও আলাদা করে বলতে হবে বাঁহাতি পেসার শরীফুল ইসলাম ও লেগ স্পিনার রিশাদ হোসেনের কথা। রিশাদের উইকেট ১৮ রানে ৩টি, শরীফুল পেয়েছেন ১২ রানে ২ উইকেট।

বাংলাদেশের জয়ে ১–১ সমতায় ফেরা টি–টোয়েন্টি সিরিজ এখন ১৬ জুলাইয়ের অলিখিত ফাইনালের অপেক্ষায়। কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামের সে ম্যাচে যারা জিতবে, সিরিজ জিতবে তারাই।

শ্রীলঙ্কার বিপক্ষে ২০টি টি-টোয়েন্টি খেলে বাংলাদেশের এটি সপ্তম জয়, শ্রীলঙ্কার মাটিতে ৮ ম্যাচ খেলে চতুর্থ।

এআর

Link copied!