পুষ্টিবিদ-মনোবিদ-বাবুর্চি নিয়ে রাতে ঢাকায় আসছে কাতার

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৮, ২০১৯, ০৫:৫৫ পিএম
পুষ্টিবিদ-মনোবিদ-বাবুর্চি নিয়ে রাতে ঢাকায় আসছে কাতার

ঢাকা: বাংলাদেশের বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ। পক্ষান্তরে কাতারের জন্য ১০ অক্টোবরের ম্যাচটি এশিয়ান কাপের বাছাইপর্ব। তার জন্য কাতার ৫৭ সদস্যের বিশাল বহর নিয়ে বাংলাদেশে আসছে। ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশ তাই বাছাইপর্ব খেলতে হবে না কাতারকে। কিন্তু বাংলাদেশের বিপক্ষে তারা খেলবে ২০২৩ এশিয়ান কাপের বাছাইপর্ব হিসেবে। বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-কাতার।

এই ম্যাচ খেলতে ৫৭ সদস্যের দল নিয়ে মঙ্গলবৈার দিবাগত রাত আড়াইটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করার কথা রয়েছে কাতার দলকে বহনকারী ফ্লাইটটির। ৫৭ সদস্যের দলে খেলোয়াড় রয়েছে ২৩ জন। বাকিরা কোচিং ও সাপোর্টিং স্টাফ। তাদের মধ্যে বাবুর্চিও রয়েছে। রয়েছে পুষ্টিবিদ, মনোবিদ ও অফিসিয়াল ম্যাসেজম্যান।

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ০-১ গোলে হেরেছে। অন্যদিকে, কাতার তাদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে। অবশ্য পরের ম্যাচেই ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বিশ্বকাপের আয়োজক দেশটি।

সোনালীনিউজ/আরআইবি/এমএএইচ

Link copied!