তুরস্কে বোমা বিস্ফোরণে নিহত ১০

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১২, ২০১৬, ০৬:৪৯ পিএম
তুরস্কে বোমা বিস্ফোরণে নিহত ১০

সোনালীনিউজ ডেস্ক

তুরস্কের পর্যটন কেন্দ্র হিসেবে খ্যাত ইস্তাম্বুল শহরের ঐতিহাসিক সুলাতানাহমেতে বোমা বিস্ফোরণে কমপক্ষে ১০ ব্যক্তি নিহত হয়েছেন । স্থানীয় সময় সকাল ১০টায়  ব্লু মস্ক মসজিদের কিাছে বোমাটি বিষ্ফোরিত হয়।

তুর্কির বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে জানানো হয়েছে, আত্মঘাতী বোমারুরা এ বিস্ফোরণ ঘটনায় জড়িত থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে। বিস্ফোরণের পর পর ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।  

সাম্প্রতিক সময়ে ইস্তাম্বুলে বামপন্থী দলগুলো বেশ কিছু বিক্ষিপ্ত হামলার ঘটনা ঘটিয়েছে পাশাপাশি দক্ষিণপূর্ব তুরস্কে অস্ত্রবিরতি চুক্তি ভেঙ্গে যাওয়ায় তুর্কি বাহিনী এবং কুর্দি বাহিনীর মধ্যেও সংঘর্ষের ঘটনা বৃদ্ধি পেয়েছে।  

তাছাড়া  গত অক্টোবর মাসে দুটো আত্মঘাতী বোমা হামলায় রাজধানী আনকারায় নিহত হয়েছিলেন একশোর বেশি মানুষ। আবার গত জুলাই মাসে সিরিয়া সীমান্তের কাছে হামলায় নিহত হন ৩০ জন।   

Link copied!