বাংলাদেশের জন্য দ্বিতীয় স্বর্ণ এনে দিলেন আল আমিন

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০১৯, ১২:০৮ পিএম
বাংলাদেশের জন্য দ্বিতীয় স্বর্ণ এনে দিলেন আল আমিন

ঢাকা : এশিয়ান গেমসে (এসএ) দ্বিতীয় স্বর্ণ জিতেছে বাংলাদেশ।  মঙ্গলবার  (৩ ডিসেম্বর) সকালে কারাতে প্রতিযোগী মোহাম্মদ আল আমিনের নৈপুণ্যে বাংলাদেশ এসএ গেমসে দ্বিতীয় স্বর্ণ জয় করে।

কারাতের কুমি ইভেন্টের অনুর্ধ্ব-৬০ কেজি ওজন শ্রেণিতে মোহাম্মদ আল আমিন এই স্বর্ণ জেতেন। ফাইনালে পাকিস্তানের জাফরকে ৭-৩ পয়েন্টে হারিয়ে স্বর্ণ নিশ্চিত করেন আল আমিন। সেমিফাইনালে নেপালের প্রতিযোগীকে ৭-৪ ব্যবধানে হারান তিনি।

এর আগে এসএ গেমসে প্রথম স্বর্ণ বাংলাদেশকে এনে দিয়েছিলেন তায়কোয়ান্দোর দিপু চাকমা।  গতকাল সোমবার আসরের দ্বিতীয় দিন বাংলাদেশকে প্রথম স্বর্ণ উপহার দেন দিপু চাকমা।  

তায়কোয়ান্দো ডিসিপ্লিনে ছেলেদের একক পুমসায় ঊর্ধ্ব-২৯ শ্রেণিতে ভারতের প্রতিযোগীকে হারিয়ে সোনার হাসি হাসেন রাঙামাটির দিপু। সেই সঙ্গে স্বর্ণের তালিকায়ও নাম উঠে যায় বাংলাদেশের।

গত রোববার থেকে নেপালে সাউথ এশিয়ান (এসএ) গেমসের ১৩তম আসর শুরু হয়েছে। এই অঞ্চলের সাতটি দেশের ক্রীড়াবিদদের মিলনমেলায় মুখরিত হয়ে উঠেছে দেশটির রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়াম।

সোনালীনিউজ/এএস
 

 

Link copied!