টোকিও অলিম্পিক

অবশেষে আয়োজকদের হাতেও উঠল সোনা

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৪, ২০২১, ০৮:২৮ পিএম
অবশেষে আয়োজকদের হাতেও উঠল সোনা

ঢাকা: চলতি অলিম্পিক আসরের আয়োজন করছে জাপান। প্রতিযোগিতা শুরুর পর থেকেই সোনা জিতেছে বিশ্বের বিভিন্ন দেশ। কিন্তু আয়োজক জাপান  সোনা জিতবে না সেটা কি করে হয়। 

টোকিও গেমসের দ্বিতীয় দিনই সোনা জিতল আয়োজক দেশ জাপান। জাপানকে প্রথম সোনা পদক উপহার দিয়েছেন নাওহিসা তাকাতো।

জাপানি জুডোকা নাওহিসা তাকাতো সোনা জিতেছেন পুরুষদের ৬০ কেজি ওজন শ্রেণিতে। ফাইনাল রাউন্ডে তিনি হারিয়েছেন তাইওয়ানের ইয়াং ইয়ুংকে। ইয়াং জিতেছেন রুপা।

জুডো খেলাটাই মূলতঃ জাপানের। এই দেশটি থেকেই এর উৎপত্তি ও ক্রমবিকাশ। নিজেদের দেশে অলিম্পিকের আয়োজক হয়ে এই ইভেন্টেই নিজেদের শক্তি দেখাতে পারলো দেশটি। কাজাখস্তানের ইয়েল্ডস স্মেটভ এবং ফ্রান্সের লুকা এমখেইদজে জিতেছেন ব্রোঞ্জ পদক।

সোনালীনিউজ/এআর

Link copied!