মুশফিক-লিটনের অনবদ্য জুটিতে চা বিরতিতে বাংলাদেশ

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৩, ২০২২, ০২:৫১ পিএম
মুশফিক-লিটনের অনবদ্য জুটিতে চা বিরতিতে বাংলাদেশ

ঢাকা: ষষ্ঠ উইকেট জুটিতে লিটন ও মুশফিকের দৃঢ়তায় বিপদ কাটিয়ে উঠেছে বাংলাদেশ। যার ফলে স্বস্তি নিয়েই চা বিরতিতে গেল টাইগাররা।

২৪ রানে ৫ উইকেট হারিয়ে পথ হারানো বাংলাদেশকে আলো দেখিয়েছেন দুই ডানহাতি ব্যাটসম্যান। ২০৫ বলে তাদের জুটির রান একশ ছাড়িয়েছে। বাংলাদেশের স্কোর ৫ উইকেট হারিয়ে ১৫৩ রান। মুশফিক ৬২ আর লিটন ৭২ রানে অপরাজিত।

অফস্পিনার রামেশ মেন্ডিসের শর্ট বল পেছনের পায়ে ভর করে পুল শটে ডিপ স্কয়ার লেগ দিয়ে বাউন্ডারিতে পাঠান লিটন। এর আগে দলের পঞ্চাশ রান, জুটির পঞ্চাশ রান এবং ব্যক্তিগত পঞ্চাশ রানের মাইলফলক ছুঁতেও বাউন্ডারি হাঁকিয়েছিলেন লিটন।

এদিকে জুটির মাইলফলক ছোঁয়ার পর মুশফিক তুলে নিয়েছেন ব্যক্তিগত ফিফটি। প্রবীন জয়াবিক্রমাকে ডিপ কভার দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে ৪৮ থেকে ৫২ রানে পৌঁছান মুশফিক। টেস্ট ক্যারিয়ারে এটি ২৬তম হাফ সেঞ্চুরি। ১১২ বলে ৯ বাউন্ডারিতে ফিফটিতে পৌঁছান মুশফিক।   

দ্বিতীয় সেশনে প্রথম ঘণ্টা দারুণ কাটানোর পর লিটন ভুল করলেন বিরতির পর প্রথম বলেই। পেসার আশিথার শর্ট বল পুল করতে গিয়ে টপ এজে ক্যাচ দিয়েছিলেন ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে। কামিন্ডু মেন্ডিস ঠিকঠাক মতো বলের পজিশনে পৌঁছালেও ক্যাচ নিতে পারেননি। তার হাত ফসকে বল বেরিয়ে যায়।

৪৭ রানে জীবন পান লিটন। কিন্তু ওই ওভারে তাকে থামানো যায়নি। নির্ভীক লিটন শেষ দুই বলে প্রায় একই রকম দুই শটে তিন ফিল্ডারের ফাঁক দিয়ে বল পাঠান বাউন্ডারিতে। প্রথম চারে পেয়ে যান টেস্ট ক্যারিয়ারের ১৩তম ফিফটি। ৯৬ বলে ৮ বাউন্ডারিতে পঞ্চাশে পৌঁছেছেন এ ব্যাটসম্যান। 

সোনালীনিউজ/এআর

Link copied!