ঢাকা: ১৩৮ রানের লক্ষ্যে ব্যাট করছে ইংল্যান্ড। রান তাড়ায় সুবিধাজনক অবস্থানে ইংলিশরা। বাটলারের ঝড়ো ব্যাটিংয়ে দ্রুত রান তুলে ফেলেছে ইংল্যান্ড। অন্যদিকে বোলাররাও চেষ্টা করছেন।
এর আগে সামনে এসে ফ্লিক করে চার মেরেছেন হ্যারি ব্রুক। পাওয়ারপ্লের শেষ ওভারে উঠেছে ৬ রান। প্রথম ৬ ওভারে ইংল্যান্ড তুলেছে ৪৯ রান, তবে হারিয়েছে ৩ উইকেট। টুর্নামেন্টের সেরা ব্যাটিং লাইনআপের বিপক্ষে সেরা বোলিংয়ের লড়াইয়ে পাওয়ারপ্লেতেও ছাপ আছে সেটির।
এ চ্যানেলে তখন থেকেই ভুগছিলেন বাটলার। অবশেষে ধরা পড়লেন তাতে। হারিস রউফের অফ স্টাম্পের বাইরে গুডলেংথ থেকে বাড়তি বাউন্সের বলে খোঁচা দিলেন ইংল্যান্ড অধিনায়ক, ১৭ বলে ২৬ রান করার পর। পাওয়ারপ্লেতে পাকিস্তানের তৃতীয় আঘাত, রউফের দ্বিতীয়!
বিশ্বকাপ ফাইনাল, সামনে এক্সপ্রেস গতির বোলার, অফ স্টাম্পের ওপর লেংথ বল। জস বাটলার তাতেই করলেন স্কুপ। এবং পেলেন ছক্কা! লেগ সাইডে একটা ওয়াইড করার পর অফ স্টাম্প লাইনে গিয়েছিলেন নাসিম শাহ। অফ স্টাম্পের বাইরে দুটি বল মিস করে যান বাটলার। তখন পর্যন্ত স্লিপ ছিল না, রিজওয়ানের পরামর্শে সেটি আনেন বাবর। এরপরই বাটলারের ওই স্কুপ।
সোনালীনিউজ/এআর
আপনার মতামত লিখুন :