ক্যামেরুনকে হারিয়ে সুইজারল্যান্ডের বিশ্বকাপ শুরু 

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২২, ০৬:০৩ পিএম
ক্যামেরুনকে হারিয়ে সুইজারল্যান্ডের বিশ্বকাপ শুরু 

ঢাকা: ক্যামেরুনকে হারিয়ে কাতার বিশ্বকাপ শুরু করল সুইজারল্যান্ড। বৃহস্পতিবার আল ওয়াকরার আল জানুব স্টেডিয়ামে ‘জি’ গ্রুপের প্রথম ম্যাচে আফ্রিকার দেশটিকে ১-০ গোলে হারিয়েছে সুইজারল্যান্ড।

ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৪৮ মিনিটে সুইজারল্যান্ডের জয়সূচক গোলটি করেছেন তাদের ক্যামেরুনিয়ান বংশোদ্ভূত খেলোয়াড় ব্রিল এমবালো।

ডান দিক থেকে জেরদান শাচিরি পাস দিলেন ছয় গজ বক্সের সামনে। অরক্ষিত ব্রিল এমবোলো ডান পায়ের শটে সহজেই বল পাঠালেন ক্যামেরুনের জালে। তার অন্য সতীর্থরা তখন করছেন উল্লাস। তবে এমবোলো স্থির দাঁড়িয়ে রইলেন, দুই হাত ওপরে তুলে ক্ষমা চাওয়ার মতো ভঙ্গি করলেন, দুই হাত জোড় করে গ্যালারির দিকে তাকালেন। 

জন্মভূমির বিপক্ষে গোল করেছেন বলেই হয়তো উদযাপন করলেন না সুইজারল্যান্ডের এই ফরোয়ার্ড। এই ম্যাচে দুই দলই কাঁধে-কাঁধ মিলিয়ে লড়াই করেছে। ক্যামেরুন তো আক্রমণ এবং গোলমুখে সুইজারল্যান্ডের চেয়ে বেশি শট নিয়েছে। 

এই ম্যাচে সুইজারল্যান্ড বল দখলে মাত্র ২ শতাংশ এগিয়ে ছিল। সুইসদের ৫১ শতাংশ বল দখলের বিপরীতে ক্যামেরুনের পায়ে বল ছিল ৪৯ শতাংশ। এদিকে আক্রমণ বিবেচনায় এগিয়ে ছিল ক্যামেরুন।

আফ্রিকার দেশটি ৮ বার আক্রমণ করে ৫টি গোলমুখে শট করেছে। অন্যদিকে সুইসরা ৭টি আক্রমণ করে ৩টি গোলমুখে শট করে।

সোনালীনিউজ/এআর

Link copied!