আক্রমণ পাল্টা আক্রমণের পরও মিলল না গোল

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২২, ০৭:৫৮ পিএম
আক্রমণ পাল্টা আক্রমণের পরও মিলল না গোল

ঢাকা:  উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়ার ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়েছে। যদিও উরুগুয়ে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল। বিশেষ করে ম্যাচের ৪৩ মিনিটে। এ সময় কর্নার পায় তারা। 

কর্নার থেকে ফেদেরিকো ভালভার্দের উড়িয়ে মারা বলে হেড নিয়েছিলেন দিয়েগো গোডিন। কিন্তু বল পোস্ট কাঁপিয়ে ফিরে আসে।

অবশ্য নিশ্চিত গোলের সুযোগ মিস করেছেন দক্ষিণ কোরিয়ার হোয়াং ইন-বিওমও। এসময় ডান দিকে থেকে উড়ে আসা বল পান তিনি। সামনে ছিলেন কেবল উরুগুয়ের গোলরক্ষক। তাকে একা পেয়েও গোল করতে পারেননি। বল উপর দিয়ে উড়িয়ে মারেন। এভাবে আক্রমণ পাল্টা আক্রমণেই শেষ হয়েছে প্রথমার্ধ। তবে গোল পায়নি কোনো দলই। 

সোনালীনিউজ/এআর

Link copied!