ঢাকা: বয়স ৩৮ পেরিয়ে গেলেও এখনো দুর্দান্ত ক্রিস্টিয়ানো রোনালদো। কোনোভাবেই থামানো যাচ্ছে না তাকে। জাতীয় দল কিংবা ক্লাব, সব জায়গাতেই রীতিমতো উড়ছেন পর্তুগিজ মহাতারকা।
গত রাতে আল-আখদৌদের বিপক্ষে আল নাসরের জয়ে দলের হয়ে হয়ে জোড়া গোল করেন পর্তুগিজ এই সুপারস্টার। ম্যাচটিতে ৩-০ গোলের জয় পায় আল-নাসর। এছাড়া অন্য গোলটি গোল করেন সামি আল-নাজি।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আল-নাসর। ১৩তম মিনিটে ডিফেন্ডার সুলতান আল ঘানামের পাস থেকে স্বাগতিকদের লিড এনে দেন সামি আল নাজি। এরপরই গোলের দেখা পান পর্তুগিজ তারকা। যদিও তারে অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। তবে সমর্থকদের সেই হতাশা বেশিক্ষণ থাকতে দেননি সিআরসেভেন।
বিরতির পর ম্যাচের ৭৭তম মিনিটে দারুণ শটে দলকে এগিয়ে দেন। আর তিন মিনিটের ব্যবধানে দলের হয়ে তৃতীয় ও ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো। সেই সঙ্গে নিজেও গড়েছেন নতুন ইতিহাস। প্রথম শ্রেণির ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখন এই পাঁচবারের ব্যালন ডি'র জয়ীর দখলে।
ফর্মে থাকলে রোনালদো গোল পাবে, সেটা নতুন কিছু নয়। তবে গত রাতে রোনালদোর দুই গোলের শেষটি ছিল দুর্দান্ত। গোলটিকে অনায়াসে বছরের অন্যতম সেরা তকমা দেওয়া যায়। আল নাসরের আক্রমণের সময় প্রতিপক্ষের গোলরক্ষক পাওলো ভিটোর গোললাইনে না থেকে অনেকটা উপরে উঠে আসেন।
সেই সুযোগ কাজে লাগিয়ে ৩৫ গজের দূরপাল্লার শটে গোলরক্ষকের মাথার উপর দিয়ে সিআরসেভেন বল পাঠান জালে। আখদৌদের খেলোয়াড়দের চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না।
দুর্দান্ত এই জয়ে আল নাসর উঠে এসেছে দ্বিতীয় স্থানে। ১ পয়েন্ট এগিয়ে আল হিলাল। তারা ম্যাচও খেলেছে একটি কম। ১৪ ম্যাচে আল নাসরের পয়েন্ট ৩৪। ৩৩ ম্যাচে আল হিলালের পয়েন্ট ৩৫।
এআর
আপনার মতামত লিখুন :