ঢাকা: ব্রাজিলের বিপক্ষে জয়ের পরই দুঃসংবাদটা পায় আর্জেন্টিনা। বিশ্বকাপজয়ী কোচকে যে আর কাছে পাচ্ছে না দলটি।
কারণটা অবশ্য স্পষ্ট করে বলেননি স্কালোনি। তবে আর্জেন্টিনার সংবাদমাধ্যমের খবর, দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রধান ক্লদিও তাপিয়ার সঙ্গে কোনো বিষয় নিয়ে ঝামেলা হওয়ার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বকাপজয়ী কোচ।
অন্যদিকে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছেন ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। তার জায়গা পূরণ করতে নাকি এরই মধ্যে স্কালোনির সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করে দিয়েছে রিয়াল।
আর্জেন্টিনার একটি ফুটবলবিষয়ক খবরের বিশ্বস্ত ওয়েবসাইট ‘দবলে আমারিয়া’র বরাত দিয়ে সংবাদটি দিয়েছে সে দেশেরই পত্রিকা মুন্দো আলবিসেলস্তে।
৪৫ বছর বয়সী স্কালোনি আর্জেন্টিনার দায়িত্ব নিয়েছিলেন ২০১৮ বিশ্বকাপের পর। রাশিয়ায় সেবারের বিশ্বকাপের শেষ ষোলো থেকে ছিটকে পড়া আর্জেন্টিনা দলকে আবার পুনর্গঠন করেন স্কালোনি। মেসিকে কেন্দ্র করে দলকে তিনি দারুণভাবে সাজান। এরপর একে একে কোপা আমেরিকা, লা ফিনালিসিমা ও বিশ্বকাপ।
শুধু দলীয় সাফল্যই নয়, স্কালোনি ভেসেছেন ব্যক্তিগত অর্জনেও। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে হয়েছেন ২০২২ সালের দক্ষিণ আমেরিকা অঞ্চলের সেরা কোচ। জিতেছেন ২০২২ ফিফা দ্য বেস্ট পুরস্কার আর আইএফএফএইচএসের বর্ষসেরা কোচের পুরস্কার।
স্কালোনি এবার কি তাহলে জাতীয় দলের পাট চুকিয়ে ক্লাব ফুটবলের কোচিংয়ে নাম লেখাবেন? খবরে বলা হয়েছে, রিয়ালের সঙ্গে প্রাথমিক আলোচনায় স্কালোনি নিজের ভবিষ্যৎ নিয়ে তেমন কোনো ইঙ্গিত দেননি। সিদ্ধান্ত নিতে তার হয়তো আরও কিছুদিন সময় লাগবে।
এআর
আপনার মতামত লিখুন :