ব্যাটিংয়ে পাকিস্তান, বাংলাদেশ দলে এক পরিবর্তন

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৩০, ২০২৫, ০৯:০৪ পিএম
ব্যাটিংয়ে পাকিস্তান, বাংলাদেশ দলে এক পরিবর্তন

ঢাকা: প্রথম টি-টোয়েন্টিতে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। লাহোরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিততে না পারলে সিরিজ খোয়াবে টাইগাররা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নামছে লিটন দাসের দল।

এই ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন অফস্পিনার শেখ মেহেদি। ঢুকেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

পাকিস্তান একাদশেও এক পরিবর্তন। চোটের কারণে খেলছেন না ফখর জামান। তার জায়গায় ওপেনিংয়ে এসেছেন শাহিবজাদা ফারহান।

বাংলাদেশ  
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

পাকিস্তান
শাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), সালমান আলি আগা (অধিনায়ক), হাসান নওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, হাসান আলি, হারিস রউফ ও আবরার আহমেদ। 
 
এআর

Link copied!