ঢাকা: সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য ছিল ২০৪ রান। যা সিরিজে আগের দুই টেস্টের চেয়ে কম। প্রথম টেস্টে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজকে ৩০১ রানের লক্ষ্য দিয়েছিল, দ্বিতীয় টেস্টে ২৭৭ রানের।
প্রথম দুই টেস্টেও চতুর্থ ইনিংসে মুখ থুবড়ে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে কাল রাতের বিপর্যয় ছাড়িয়ে গেছে সবকিছু। ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়েছে নিজেদের ইতিহাসে সর্বনিম্ন রানে, তা-ও মাত্র ১৪.৩ ওভারে।
ম্যাচ শেষে কণ্ঠে হতাশা ঝরিয়ে চেজ বলেন, ‘এটা খুব হতাশাজনক। আমরা বারবার এমন অবস্থায় যাচ্ছি, যেখানে ম্যাচ জেতার সুযোগ থাকে। কিন্তু ব্যাটিংয়ে শেষ ইনিংসে যেন হাল ছেড়ে দিচ্ছি, লড়াই করতে পারছি না। এটা খুবই হৃদয়বিদারক। কারণ, আমার মনে হয় আমরা তিনটি টেস্টেই একই কাজ করেছি। এবং আমাদের ভুলগুলো থেকে আমরা কিছুই শিখছি না। এদিকে আমাদের নজর দিতে হবে।’
চেজ এমন অসহায় আত্মসমর্পণের পেছনে উইকেটের ভূমিকাও দেখছেন, ‘৩০ রানের নিচে অলআউট হওয়া অবশ্যই খুব লজ্জাজনক। তবে আমি মনে করি উইকেট খুব কঠিন ছিল। আমি বলব না যে পুরোপুরি বোলারদের পক্ষে ছিল, কিন্তু ব্যাটিং করা সত্যিই কঠিন ছিল। এটা সম্ভবত আমার খেলা প্রথম সিরিজ, যেখানে দুই দলের কেউই সেঞ্চুরি করতে পারেনি।’
২০৪ রানের লক্ষ্য পেয়ে জয়ের আশাই করেছিল ওয়েস্ট ইন্ডিজ। এত কঠিন পরীক্ষা দ্বিতীয় ইনিংসে তাদের জন্য অপেক্ষা করছে সেটা তখন ভাবতে পারেননি চেজ, ‘আমি মনে করেছিলাম লক্ষ্যটা বাস্তবসম্মত। ভেবেছিলাম উইকেট তখনো ভালো ছিল, ব্যাটিং করার জন্য উপযুক্ত। আগের দুই ম্যাচের মতো এমন না যে বল নিচু হয়ে আসছিল বা অসম বাউন্স ছিল। তাই আমাদের মনে হয়েছিল ২০৪ রান অবশ্যই তাড়া করা সম্ভব। কিন্তু শুরুতেই যদি স্কোর হয় ১১ রানে ৬ উইকেট, তাহলে সেখান থেকে রান তোলা খুবই কঠিন হয়ে যায়।’
এই হারে তিন ম্যাচের টেস্ট সিরিজ ৩-০ ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ।
এআর
আপনার মতামত লিখুন :