‘পাকিস্তান তো আমাকেও আউট করতে পারবে না’- কেন বললেন অভিষেক বচ্চন

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৩:১৫ পিএম
‘পাকিস্তান তো আমাকেও আউট করতে পারবে না’- কেন বললেন অভিষেক বচ্চন

ঢাকা: প্রায় ৪১ বছরের এশিয়া কাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ভারত-পাকিস্তান। চলতি এশিয়া কাপেই এনিয়ে তৃতীয় বারের মতো মুখোমুখি হতে চলেছে দুই দল। এর আগে ম্যাচ নিয়ে হচ্ছে নানা আলোচনা।

এই ম্যাচের আগে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে অভিষেক শর্মাকে নিয়ে। টুর্নামেন্টের একমাত্র ব্যাটার হিসেবে অভিষেক তুলে নিয়েছেন ৩০০ রান। শেষ তিন ম্যাচে তিনটি ঝড়ো ফিফটি নিয়ে তিনি ইঙ্গিত দিয়ে রেখেছেন ফাইনালেও ঝড় তোলার।

তাকে নিয়ে কথা বলতে গিয়ে পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার অবশ্য নতুন আলোচনার জন্ম দিয়েছেন। অভিষেক শর্মা না বলে তিনি বলে বসেছেন অভিষেক বচ্চন! 

তিনি সম্প্রতি এক অনুষ্ঠানে বলেন, ‘যদি পাকিস্তান হাইপোথেটিক্যাল পরিস্থিতিতে অভিষেক বচ্চনকে আগেই আউট করতে পারে, তবে ভারতের মিডল অর্ডারের কী হবে? তাদের মিডল অর্ডার ভালো খেলতে পারেনি।’ 

তার এই মন্তব্যে সঙ্গে সঙ্গেই হাসির রোল পড়ে স্টুডিওতে। সঞ্চালক দ্রুতই ভুলটি শুধরে দেন। শোয়েবও তার ভুল বুঝতে পারেন।

তবে ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। সেই অনুষ্ঠানের ক্লিপ ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বলিউড অভিনেতা অভিষেক বচ্চনও তা দেখে ফেলেছেন। পরে তিনি একটা জবাবও দিয়েছেন! 

প্রতিক্রিয়াটা অবশ্য মজার ছলেই জানান অভিনেতা অভিষেক বচ্চন। এক টুইটে তিনি লেখেন, ‘স্যার, সম্মান রেখেই বলছি… ওরা মনে হয় আমার উইকেটও নিতে পারবে না! আর আমি তো ক্রিকেট খেলতেই পারি না।’

অভিষেক বচ্চনকে আউট করা সম্ভব নয়, পাকিস্তান তা চাইবেও না। সালমান আলী আগার দল অভিষেক শর্মার উইকেটটাই দ্রুত তুলে নিতে চাইবে ফাইনালে!

এআর

Link copied!