ঋদ্ধিমানের চোট, কপাল খুললো পার্থিবের

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৩, ২০১৬, ০৬:০৪ পিএম
ঋদ্ধিমানের চোট, কপাল খুললো পার্থিবের

ঢাকা : মাত্র ১৭ বছর বয়সে টেস্ট অভিষেক হয়েছিল ২০০২ সালে। কিন্তু পরবর্তীতে মহেন্দ্র সিং ধোনির ছায়ায় আড়াল হয়ে যান পার্থিব প্যাটেল। ধোনি টেস্ট ক্রিকেট ছাড়লেও সেই জায়গা দখল করে নেন ঋদ্ধিমান সাহা। সেই পার্থিব আট বছর পর ভারতীয় দলের গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়াবেন। ঋদ্ধিমানের চোটই কপাল খুলে দিয়েছে পার্থিবের।

২০০৮ সালে শ্রীলংকার বিরুদ্ধে সর্বশেষ টেস্ট খেলেছিলেন পার্থিব। বছর চারেক আগে শেষ ওয়ানডে খেলেছিলে শ্রীলংকার বিরুদ্ধেই। বিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, ‘ঋদ্ধিমান সাহা আহত। ওর বা পায়ের উরুর মাংসপেশীতে চোট রয়েছে। কোন ঝুঁকি না নিয়ে তাকে কয়েকদিন বিশ্রামে থাকতে বলা হয়েছে। ঋদ্ধিমানের পরিবর্তে মোহালি টেস্টে পার্থিব প্যাটেলকে ডাকা হয়েছে।’

পার্থিব এ পর্যন্ত ২০টি টেস্ট খেলেছেন। গড় প্রায় ৩০ এর কাছাকাছি। রঞ্জি ট্রফিতেও দারুন পারফর্ম করছেন পার্থিব। এই পারফরম্যান্সই তাকে ভারতীয় দলে জায়গা পেতে সাহায্য করেছে। শেষ ছয়টি ইনিংসে অপরাজিত ১৩৯ রানের ইনিংসহ পাঁচটি ফিফটি রয়েছে পার্থিবের।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Link copied!