কেন আত্মহত্যা করলেন ফুটবলার বিস্ট্রন?

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২০, ২০১৭, ০৬:৫৫ পিএম
কেন আত্মহত্যা করলেন ফুটবলার বিস্ট্রন?

ঢাকা: মাত্র ৩৪ বছর বয়স। এত অল্প বয়সেই জীবনের প্রতি কেন জানি অনীহা এসে গিয়েছিল। তাইতো হলেন আত্মঘাতি, বেছে নিলেন আত্ম হননের পথ। শুক্রবার (২০ মে) নিজের বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন চেক প্রজাতন্ত্রের সাবেক ফুটবলার ডেভিড বিস্ট্রন।

খেলোয়াড়ি জীবনে ভিক্টোরিয়া প্লাজেন ও বানিক অস্ট্রাভার হয়ে মাঠ মাতিয়েছেন ৩৪ বছর বয়সী এই ডিফেন্ডার। ২০১২ সালে ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হন বিস্ট্রন। একই বছর তাকে দুই বছরের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ করা হয়। দুই বছর পর পেশাদার ক্যারিয়ারের ইতি টানেন বিস্ট্রল।

গত এপ্রিলে আত্মহত্যা করেন বিস্ট্রনের সাবেক সতীর্থ ফ্রান্তিসেক রাস্তোরাল। নিজের রুমে তাকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Link copied!