উইকেট কেন পাচ্ছেন না মোস্তাফিজ?

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৩, ২০১৭, ১২:৪১ এএম
উইকেট কেন পাচ্ছেন না মোস্তাফিজ?

ঢাকা: চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনও অবধি বিবর্ণ মোস্তাফিজুর রহমানের দেখা মিলছে। উইকেট পাচ্ছেন না। তিন ম্যাচ মিলে পেয়েছেন ১ উইকেট! এটা ফিজের সঙ্গে বড্ড বেমানান। অভিষেকের পর উইকেট পাওয়াটাকে ডালভাতে পরিণত করা কাটার মাস্টার কেন উইকেট পাচ্ছেন সে এক বিরাট প্রশ্ন।

এরই মধ্যে বাংলাদেশ সেমিফাইনালে উঠেছে। আগামী বৃহস্পতিবার ভারতের মোকাবেলা করবে মাশরাফির দল। তাঁর আগে ফিজের পুরো ছন্দে না ফেরাটা বাংলাদেশের জন্য অস্বস্তিকর। কিন্তু কেন তিনি উইকেট পাচ্ছেন না, এর কারণই বা কি? মোস্তাফিজ বলেছেন, ‘আমার কাটার বলটা দেশের উইকেটে ভালো হয়। এখানে অত বেশি হচ্ছে না। তবুও চেষ্টা করছি ভালো করার।’

ভারতের বিপক্ষে অভিষেকে দারুন বল করেছিলেন মোস্তাফিজ। পর পর দুই ম্যাচে ভারতকে ধসিয়ে দেয়ার কাজটা একাই করেছিলেন। কে জানে, হয়তো সেমিফাইনালেই জ্বলে উঠবেন। সেমিফাইনাল উঠে দলের অন্যদের মতো রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে মোস্তাফিজকেও। তিনি বলেন, ‘সবাই যার যার জায়গা থেকে ভালো করেছে বলে সেমিফাইনালে উঠতে পেরেছি। ভারতের সঙ্গে সেমিফাইনাল, দলের সবাই ফুরফুরে মেজাজে আছে। আশা করি ভালো কিছু হবে।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Link copied!