রোববার ভারত-ইংল্যান্ড বিশ্বকাপ ফাইনাল

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২২, ২০১৭, ০৯:৩১ পিএম
রোববার ভারত-ইংল্যান্ড বিশ্বকাপ ফাইনাল

ঢাকা: বিশ্বকাপ ফাইনাল বলে কথা। হোক না সেটা মেয়েদের বিশ্বকাপ। বিশ্বকাপ ফাইনালের অন্যরকম একটা আবেদন থাকেই। দক্ষিণ আফ্রিকাকে নাটকীয়ভাবে ২ উইকেটে হারিয়ে আগেই ফাইনালে পৌঁছে গিয়েছিল ইংল্যান্ড। ভারত ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৩৬ রানে হারিয়ে ফাইনালের টিকেট কেটেছে। রোববার (২৩জুলাই) ফাইনাল জিততে পারলে প্রথমবার ভারতের মেয়েরা বিশ্বকাপের স্বাদ নেবে।

ফাইনালের আগে দুর্দান্ত রকম আত্মবিশ্বাসী ভারত। যেটা ভারতের অধিনায়ক মিতালি রাজের কণ্ঠেই ধরা পড়ল, ‘ইংল্যান্ডের পক্ষে ম্যাচটা সোজা হবে না।’ লর্ডসে মিতালি, ঝুলনদের হাতে বিশ্বকাপ, এই ছবিও আগাম দেখতে শুরু করেছে ভারতীয়রা। কিন্তু  যাঁরা মাঠে নামবেন, তাঁরা কী ভাবছেন, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। যার উত্তরে মিতালি বললেন, ‘ইংল্যান্ডের পক্ষে ম্যাচটা অত সোজা হবে না। তবে ওই দিন আমরা কী রকম পারফর্ম করব, তার ওপর নির্ভর করছে সব কিছু। আমাদের প্রস্তুতি ও পরিকল্পনা দুটোই নিখুঁত হওয়া চাই।’

ফাইনালে ইংল্যান্ড নামবে ঘরের মাঠে। যা নিয়ে ভারত অধিনায়কের মন্তব্য, ‘ওরা আমাদের কাছে হারার পর ক্রমশ উন্নতি করেছে। ফাইনালের আগে ওরা  দারুণ খেলেছে। সবচেয়ে বড় কথা ঘরের মাঠে খেলবে ওরা। এটা একটা বড় চ্যালেঞ্জ। ওরা নিশ্চয়ই চ্যালেঞ্জটা নিতে তৈরি।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Link copied!