সাকিবদের সঙ্গে তরুণদের জ্বলে ওঠার মঞ্চ বিপিএল

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৩, ২০১৭, ০২:৩৩ পিএম
সাকিবদের সঙ্গে তরুণদের জ্বলে ওঠার মঞ্চ বিপিএল

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দেশের গণ্ডি পেরিয়ে আগেই আন্তর্জাতিক পরিমন্ডলে একট জায়গা করে নিয়েছে। দিন যত যাচ্ছে এর আবেদন তত বাড়ছে। বিপিএলে বিশ্ব ক্রিকেটের সেরা তারকারা খেলতে আসেন বলে স্থানীয় ক্রিকেটারদের দারুন সুযোগ থাকে তাদের সঙ্গে সরাসরি কথা বলার।

শুধু তাই নয়, পাশাপাশি তারা নানারকম টিপসও পেয়ে থাকেন। একই সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করে নেওয়ার অভিজ্ঞতাও তাদের ভবিষ্যতে বড় ক্রিকেটার হয়ে উঠতে সহায়তা করতে পারে।

তাই বলাই যায়, বিপিএল হলো সাকিব-তামিমদের সঙ্গে তরুণদের জ্বলে ওঠার মঞ্চ। এখানে ভালো করতে পারলে নির্বাচকদের একটা চোখ সেদিকে থাকবেই। এবার দেখে নেওয়া যাক, বিপিএলের সাত দলে স্থানীয় কে কে খেলছেন।  

চিটাগাং ভাইকিংস: সৌম্য সরকার (আইকন), এনামুল হক, সানজামুল ইসলাম, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন, শুভাশিস রায়, আলাউদ্দিন বাবু, তানবির হায়দার, ইরফান শুকুর, নাঈম হাসান।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: তামিম ইকবাল (আইকন), ইমরুল কায়েস, আল আমিন হোসেন, লিটন দাস, আরাফাত সানি, সাইফ উদ্দিন, অলক কাপালি, মেহেদী হাসান, এনামুল জুনিয়র, রকিবুল হাসান, মেহেদী হাসান রানা।

ঢাকা ডায়নামাইটস: সাকিব আল হাসান (আইকন), মোসাদ্দেক হোসেন, আবু হায়দার, মোহাম্মদ শহীদ, জহুরুল ইসলাম, মেহেদী মারুফ, নাদিফ চৌধুরী, সাকলাইন সজিব, সাদমান ইসলাম, নুর আলম সাদ্দাম, সৈয়দ খালেদ আহমেদ।

খুলনা টাইটান্স: মাহমুদউল্লাহ (আইকন), শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মোশাররফ হোসেন, আবু জায়েদ, আরিফুল হক, আফিফ হোসেন, ইয়াসির আলী, ইমরান আলী, মুক্তার আলী, ধীমান ঘোষ, সাইফ হাসান।

রাজশাহী কিংস: মুশফিকুর রহীম (আইকন), মোস্তাফিজুর রহমান, মুমিনুল হক, ফরহাদ রেজা, মেহেদী হাসান মিরাজ, জহির হাসান, নিহাদুজ্জামান, রনি তালুকদার, হোসাইন আলি, নাঈম ইসলাম জুনিয়র, কাজি অনিক।

রংপুর রাইডার্স: মাশরাফি বিন মর্তুজা (আইকন), মোহাম্মদ মিঠুন, শাহরিয়ার নাফীস, রুবেল হোসেন, নাজমুল ইসলাম, সোহাগ গাজী, জিয়াউর রহমান, ফজলে মাহমুদ, আবদুর রাজ্জাক, এবাদত হোসেন, ইলিয়াস সানি, নাহিদুল ইসলাম।

সিলেট সিক্সার্স: সাব্বির রহমান (আইকন), নাসির হোসেন, আবুল হাসান, তাইজুল ইসলাম, শুভাগত হোম, নুরুল হাসান, কামরুল ইসলাম রাব্বি, মোহাম্মদ শরিফ, ইমতিয়াজ হোসেন, মোহাম্মদ শরিফুল্লাহ, নাবিল সামাদ।

সোনালীনিউজ/আরআইবি/

Link copied!