মেয়েদের মতো ছেলেদের ফুটবলেও উন্নতি চায় বাফুফে

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৮, ২০১৮, ০৯:৪৮ পিএম
মেয়েদের মতো ছেলেদের ফুটবলেও উন্নতি চায় বাফুফে

ফাইল ছবি

ঢাকা: এশিয়ান কাপ বাছাইপর্বের প্লে-অফ টুতে ভুটানের কাছে হেরে অথৈ সাগরে হাবুডুবু খাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফিফা ও এএফসি’র অধীনে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারছে না জামাল ভুইয়ারা। তবে ব্যাতিক্রম বয়সভিত্তিক দলগুলো। বিশেষ করে মেয়েদের দল। দেশে এবং বিদেশে একের পর এক সাফল্য এনে দিয়েছে গোলাম রব্বানীর শিষ্যরা।  

তাই আপাতত মেয়েদের ফুটবল নিয়ে চিন্তিত নয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দেশের ফুটবলের এই অভিভাবক সংস্থাটি মনে করে মেয়েদের পাশাপাশি ছেলেরা  সাফল্য পেলে আবারও জেগে উঠবে দেশের ফুটবল।

চলতি বছরের বাকি সময় একের পর এক টুর্নামেন্ট খেলবে জাতীয় দলসহ বয়সভিত্তিক ফুটবল দলগুলো। ঢাকায় অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপ ও বঙ্গবন্ধু গোল্ডকাপে সাফল্যের বিকল্প নেই। বাফুফে জানিয়েছে আর্থিক সঙ্কটের মধ্যেই দক্ষিণ এশিয়ার ফুটবলে ভাল করতে চায় বাংলাদেশ।

বছরের বাকী সময় ব্যস্ত থাকবে দেশের ফুটবল। জাতীয় দলসহ বয়সভিত্তিক দলগুলোর আছে ডজনখানেক টুর্নামেন্ট। এশিয়ান গেমস আসন্ন। বসছে ইন্দোনেশিয়ায়।অনূর্ধ্ব-২৩ দল এখন অনুশীলনে দক্ষিণ কোরিয়ায়। সেপ্টেম্বর- অক্টোবরে ঢাকায় জাতীয় দলের আছে দুটো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। প্রথমে সাফ চ্যাম্পিয়নশিপ। পরে বঙ্গবন্ধু গোল্ডকাপ। ২৫ অক্টোবর ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ শুরু হবে নেপালে। নবেম্বরে অনূর্ধ্ব-২৩ দলের অলিম্পিক বাছাই। এখনও চূড়ান্ত হয়নি ভেন্যু।

মেয়েরা থাকবে আরও ব্যস্ত। ভুটানে শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ। এ দলটাই সেপ্টেম্বরে খেলবে সাফ অনূর্ধ্ব-১৬। চ্যাম্পিয়নশিপ বসবে ঢাকায়। এর কয়েকদিন পর ভুটানে সাফের অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ খেলবে মেয়েরা। অক্টেবরে এএফসি অনূর্ধ্ব-১৯ বাছাইপর্ব হবে তাজিকিস্তানে। নবেম্বরে মেয়েদের অলিম্পিক বাছাই। খেলা হবে বিদেশে। চূড়ান্ত হয়নি আয়োজক দেশ। ডিসেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ হবে শ্রীলঙ্কায়।

ডজনখানেক টুর্নামেন্টের মধ্যে ঢাকায় অনুষ্ঠিত হবে তিনটি। ইতোমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে বাফুফে। কিন্তু এত খেলা থাকলেও আসলে কি উন্নতি হচ্ছে? ফেডারেশন বলছে মেয়েদের পাশাপাশি ছেলেরা কিছু সাফল্য পেলে আবারও জেগে উঠবে দেশের ফুটবল।

আর্থিক সঙ্কটের অজুহাত দেয়া হয় সবসময়। নিয়মিত খেলা থাকলেও খরচের অর্থ জোগান দিতে নাকি হিমশিম খেতে হচ্ছে ফেডারেশনকে। তাই প্রতিবেশী দেশগুলো যখন বৈশ্বিক সাফল্য নিয়ে ব্যস্ত, তখন বাংলাদেশের গণ্ডি দক্ষিণ এশিয়া!ৎ

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Link copied!