ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে চান মাহমুদউল্লাহ

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৬, ২০১৮, ০৫:২৯ পিএম
ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে চান মাহমুদউল্লাহ

ছবি: সংগৃহীত

ঢাকা: অভিষেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামকে রঙিন করে তুলতে চেয়েছিলেন মাহমুদউল্লাহ। কিন্তু হলো উল্টোটাই। ৩২১ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে দেড় সেশনের বেশি টিকতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। হারের প্রধান কারণ ব্যাটসম্যানদের ব্যর্থতা। দুই ইনিংসেই ব্যর্থতার সর্বোচ্চ ধাপ কি হতে পারে, তাই দেখিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ-মুশফিকুর রহীম-ইমরুল কায়েসরা। দ্বিতীয় ইনিংসে ১৮১ রানে গুটিয়ে গিয়ে বাংলাদেশ হেরেছে ১৫১ রানের বিশাল ব্যবধানে।

তবে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পরেও হতাশ নন স্বাগতিক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ‌‌‘আমরা মাঠে ঠিকমতো অ্যাপ্লিকেশন করতে পারিনি। প্রথম ইনিংসে তাসের ঘরের মতো ভেঙে পড়েছি। দ্বিতীয় ইনিংসেও পারফরম্যান্সটা একেবারে বাজে হয়েছে। উইকেট ভালো ছিল, কোনো অজুহাত নেই।’

ম্যাচ শেষে মাহমুদউল্লাহ বলেন, ‘আমরা পিচ সম্পর্কে ভালোভাবে না জেনে অহেতুক শট খেলার চেষ্টা করেছি। এই ভুল থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে আমাদের ঘুরে দাঁড়াতে হবে।’

তবে ব্যাটসম্যানদের ব্যর্থতা তিনি বলেনন, ‘এমন ব্যাটিংয়ের ব্যাখ্যা দেওয়া আসলে খুবই কঠিন। টেস্ট ক্রিকেট খেলতে যেমন মানসিকতা থাকা উচিত, আমরা সেই মানসিকতা দেখাতে পারছি না। উইকেট ভালো থাকার পরও ব্যাটসম্যানরা রান করতে পারছে না।’

সিলেট টেস্টে ১১ উইকেট শিকার করা তাইজুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, ‘সে চমৎকার খেলেছে। ধন্যবাদ তার প্রাপ্য। সর্বোপরি, বিজয়ী দলকে অভিনন্দন।’

আগামী ১১ নভেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ দল। সিরিজ বাঁচাতে ঢাকা টেস্টে টাইগারদের সামনে জয়ের বিকল্প নেই।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Link copied!