স্ত্রী সুমিকে নিয়ে ভোট দিলেন মাশরাফি

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০১৮, ০২:৫৭ পিএম
স্ত্রী সুমিকে নিয়ে ভোট দিলেন মাশরাফি

ছবি: সংগৃহীত

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। রোববার (৩০ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে সারাদেশে শুরু হয়েছে এই ভোটগ্রহণ প্রক্রিয়া। বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার জন্য দিনটি এক নতুন অভিজ্ঞতা। আওয়ামী লীগের প্রার্থী হয়ে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ম্যাশ। স্ত্রী সুমনা হক সুমিকে সঙ্গে নিয়ে এদিন দুপুরে নড়াইল টেকনিক্যাল কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।  

প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাশরাফি। এবার নড়াইল-২ আসন থেকে নির্বাচন করছেন তিনি। ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন ম্যাশ। সেখানে বিএনপির পক্ষে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন ড. ফরিদুজ্জামান ফরহাদ।

ভোট দেয়া শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাশরাফি-সুমি দম্পতি। তারা জানান, এখন পর্যন্ত প্রায় ৩০টি ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। সব জায়গায় সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা ভোট কারচুপির খবর পওয়া যায়নি।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Link copied!