১২ অক্টোবর থেকে মৌসুমি বায়ুর বিদায়, বৃষ্টিপাত বন্ধ হয়ে নামবে শীত

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫, ১০:১৫ এএম
১২ অক্টোবর থেকে মৌসুমি বায়ুর বিদায়, বৃষ্টিপাত বন্ধ হয়ে নামবে শীত

বাংলাদেশে চলতি বছরের বর্ষা মৌসুম বিদায়ের পথে। আগামী ১২ অক্টোবর থেকে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে মৌসুমি বায়ুর ধীরে ধীরে প্রস্থান শুরু হবে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। মৌসুমি বায়ুর এই প্রক্রিয়া সম্পন্ন হলে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত প্রায় পুরোপুরি থেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ধাপে ধাপে বর্ষার বিদায়

আবহাওয়া বিশ্লেষকদের মতে, বর্ষার বিদায় একযোগে না হয়ে অঞ্চলভেদে পর্যায়ক্রমে সম্পন্ন হবে। ১২ থেকে ১৩ অক্টোবরের মধ্যে রাজশাহী ও রংপুর বিভাগ দিয়ে মৌসুমি বায়ু বিদায়ের প্রক্রিয়া শুরু হতে পারে। এ ছাড়া খুলনা, ঢাকা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ১৩ থেকে ১৪ অক্টোবরের মধ্যে বর্ষা বিদায় নিতে পারে। একইসঙ্গে চট্টগ্রাম বিভাগ থেকে সবশেষে প্রায় ১৫ থেকে ১৬ অক্টোবর নাগাদ মৌসুমি বায়ু সম্পূর্ণভাবে বিদায় নেবে।

বৃষ্টিপাত কমলেও থাকতে পারে অস্থায়ী ঝুঁকি

বিডব্লিউওটি জানায়, মৌসুমি বায়ুর বিদায়ের পর সারাদেশেই বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। তবে কোনো নিম্নচাপ, ঘূর্ণিঝড় বা আবহাওয়াগত বিশেষ পরিস্থিতি তৈরি হলে স্বল্পমেয়াদে আবারও বৃষ্টির সম্ভাবনা থেকে যাবে।
এদিকে সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, অক্টোবরের ২৫ তারিখ পর্যন্ত বাংলাদেশের ওপর দিয়ে উল্লেখযোগ্য কোনো লঘুচাপ, নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড় বয়ে যাওয়ার আশঙ্কা নেই।

আবহাওয়ায় পরিবর্তন, স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা

মৌসুমি বায়ুর বিদায়ের সঙ্গে সঙ্গে দেশের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে বিডব্লিউওটি। দিনের তাপমাত্রা বেড়ে গিয়ে গরম অনুভূত হবে। রাতের তাপমাত্রা হঠাৎ কমে যাবে, যা অনেকটাই ঠান্ডা এবং শীতল অনুভূতির সৃষ্টি করবে। দিন ও রাতের তাপমাত্রার হঠাৎ তারতম্যের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে জ্বর, সর্দি, কাশি এবং ভাইরাল অসুস্থতা বেড়ে যেতে পারে।

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান

বিডব্লিউওটি সকল নাগরিককে এই সময়ের আবহাওয়ার রদবদলের প্রতি সচেতন থাকার পরামর্শ দিয়েছে। শিশু ও প্রবীণদের সুরক্ষায় বাড়তি সতর্কতা অবলম্বনের পাশাপাশি যথাযথ পোষাক ব্যবহার ও পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

এম

Link copied!