• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

দিনকাল সম্পাদক রেজওয়ান সিদ্দিকী আর নেই


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৭, ২০২৪, ১০:৫৩ এএম
দিনকাল সম্পাদক রেজওয়ান সিদ্দিকী আর নেই

ঢাকা : সিনিয়র সাংবাদিক ও দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ড. রেজোয়ান সিদ্দিকী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত ১১টার কিছু সময় পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন বলে নিশ্চিত করেছেন দিনকালের বার্তা সম্পাদক রাশেদুল হক।

সাহিত্যিক, সাংবাদিক, কলামিস্ট রেজোয়ান হোসেন সিদ্দিকীর জন্ম ১৯৫৩ সালের ১০ ফেব্রুয়ারি টাঙ্গাঈল জেলার এলাসিন গ্রামে।

তার বাবা মরহুম আতিকুল হোসেন সিদ্দিকী। মা মরহুমা হাওয়া সিদ্দিকী।

মরহুমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বুধবার বেলা ১২টায় জাতীয় প্রেস ক্লাবে তার জানাজা অনুষ্ঠিত হবে।

ড. রেজোয়ান সিদ্দিকী সাংবাদিকতা পেশায় ঢুকেছেন ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে দৈনিক বাংলায়। মৃত্যু অবধি দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন চার বছর।

এমটিআই

Wordbridge School
Link copied!