• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পৃথিবীর বুকে দাড়িয়ে এক টুকরো জান্নাত দেখার অনুভূতি


পৃথিবীর বুকে দাড়িয়ে এক টুকরো জান্নাত দেখার অনুভূতি। তাইতো কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ।ধবধবে সাদা বরফের চাদরে ঢাকা শীতল ঐশ্বর্য।

  • পৃথিবীর বুকে দাড়িয়ে এক টুকরো জান্নাত দেখার অনুভূতি। তাইতো কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ।ধবধবে সাদা বরফের চাদরে ঢাকা শীতল ঐশ্বর্য।

  • অলৌকিক সৌন্দর্য সীমায় দাড়িয়ে স্বর্গীয় অনুভূতি।প্রকৃতির মনমুগ্ধকর দৃশ্যের সাথে কৃত্তিম রঙিন আলোর মিশেল।নায়াগ্রা জলপ্রপাত।

  • মরুর দেশ রাজস্থান,ভারত।নিজস্ব সংস্কৃতি যেন মাথা উচিঁয়ে দাড়িয়ে থাকে এখানে।জীবন যাত্রা পোশাক পরিচ্ছেদ সব কিছুতেই এখানে আভিজাত্যের স্পর্শ।

  • প্রাকৃতিক সৌন্দর্যের আধারে ঘেরা পারো,ভূটান।সুউচ্চ পাহাড়ের ধার বেয়ে চলেছে পাথরে ঢাকা খাল।প্রকৃতি এখানে ক্ষণে ক্ষণে বিলিয়ে দিচ্ছে তার অপার রুপলীলা।

  • দূর্গোম পাহাড়ের বুক বেয়ে ঝর্নার শীতল আর স্বচ্ছ পানিতে অবগাহন।খৈয়াছড়া জলপ্রপাত যেন সৌদর্য বিলিয়ে মাতাল করে চলছে দর্শনার্থীদের।

  • সূর্য উদয় আর অস্তের তুলির খেলায় মেতে থাকা কূয়াকাটা সমুদ্র সৈকত।সূর্যের উপভোগ্য এই সৌন্দর্যের বুকে জাপটে পড়ে সমুদ্র কন্যা।