• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১১ জুলাই, ২০২১


  • ২৮ বছর পর আন্তর্জাতিক কোনও শিরোপা জিতলো আর্জেন্টিনা। ক্লাব ফুটবল ছাড়া কোপা আমেরিকা লিওনেল মেসির প্রথম বড় টাইটেল অর্জন এবং ১৯৯৩ সালের পর আর্জেন্টিনার ঘরে কোপা আমেরিকা।

  • লিওনেল মেসি ফাইনালের ট্রফি হাতে নেওয়ার পর ব্রাজিলের রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামের ঘাসে বসে পরিবারের সঙ্গে ভাগাভাগি করছেন প্রথম শিরোপা সাধের আনন্দক্ষণ।

  • ব্রাজিলের রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে সতীর্থদের উদযাপনের কেন্দ্রবিন্দু হয়ে ছিলেন মেসি।

  • মারাকানায় রেফারির শেষ বাঁশির শব্দে আর্জেন্টিনা জয়োল্লাসে মেতে উঠেছেন মারাকানার সবুজ গালিচাতে।

  • ক্রিকেট প্রেমীদের কাছে ভারত-পাকিস্তানের দ্বৈরথ যেমন রোমাঞ্চকর, ফুটবলপ্রেমীদের কাছে আর্জেন্টিনা ও ব্রাজিল ম্যাচ মানেই অদ্ভুত লড়াই। কোপা আমেরিকা ২০২১ ফাইনালের আগে মেসি এবং নেইমারদের মুখোমুখি হওয়ার শেষ ৫ বার বেশিরভাগ জিতে ছিলো ব্রাজিল।

  • আর্জেন্টিনার অ্যাঞ্জেল ডি মারিয়ার একমাত্র গোলে ২৮ বছরের শিরোপা ক্ষুধার ইতি টানার মুহূর্ত। ব্রাজিলের কিপার এডারসনের হাতের উপর দিয়ে যেনও বল নয় আর্জেন্টিনাদের শিরোপা না পাওয়ার আক্ষেপ দূর হচ্ছে।

  • জার্মান পেজেলারের সঙ্গে নেইমার, ১০ জুলাই কোপা আমেরিকার ফাইনালে ৪১টি ফাউল হয়। এই ম্যাচে পর পর হলুদ কার্ডে দেখানোর মতোও ফাউল হয়েছে। সম্পূর্ণ ৯০ মিনিটে ৯টি হলুদ কার্ড দেখেছে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলোয়াড়রা

  • কোপা আমেরিকা ফাইনাল শুরুর আগে একসময়ের ক্লাব সতীর্থ এবং বন্ধু নেইমার ও মেসি শুভেচ্ছা জানিয়েছেন একে অপরকে।