• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

ঢাকার রাস্তায় স্প্রে ক্যানন দিয়ে পানি ছিটাচ্ছে ডিএনসিসি


নিজস্ব প্রতিনিধি এপ্রিল ২৪, ২০২৪, ০৭:২২ পিএম
ঢাকার রাস্তায় স্প্রে ক্যানন দিয়ে পানি ছিটাচ্ছে ডিএনসিসি

ঢাকা: তাপ কমাতে ঢাকার বিভিন্ন সড়কে দুটি স্প্রে ক্যানন দিয়ে পানি ছিটাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসির আওতায় ১০টি অঞ্চলে দুটি স্প্রে ক্যানন দিয়ে পানি ছিটানো হচ্ছে। একটি স্প্রে ক্যানন গাবতলী থেকে পানি ছিটানো শুরু করে গণভবন, কারওয়ান বাজার হয়ে কাকলী গিয়ে শেষ হয়। আরেকটি স্প্রে ক্যানন উত্তরা থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা ঘুরে কাকলী এসে শেষ হয়। 

এবিষয়ে ডিএনসিসির তথ্য কর্মকর্তা পিয়াল হাসান সাংবাদিকদের বলেন, দেশ জুড়ে তীব্র তাপদাহ চলছে। এই তাপদাহ কিছুটা কমাতে পানি ছিটানো হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ৫ ঘণ্টা পানি ছিটানোর হয়। পানি ছিটানোর কাজে দুটি স্প্রে ক্যাননের সঙ্গে ১০টি ব্রাউজার ব্যবহার করা হয়। এতে করে দৈনিক প্রায় চার লাখ লিটার পানি ছিটানো সম্ভব হয়।

তিনি বলেন, স্প্রে ক্যানন সাধারণত শীতকালে সড়ক ও গাছপালায় জমে থাকা ধুলাবালি সরানোর কাজে ব্যবহার করা হয়। এখন তাপমাত্রা বেশি হওয়ায় ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলামের পানি ছিটানোর কাজে ব্যবহার করা হচ্ছে। ছুটির দিনগুলোতেও পানি ছিটানো অব্যাহত রয়েছে।

আইএ

Wordbridge School
Link copied!