• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সুইসদের বিপক্ষে ব্রাজিলের দুই পরিবর্তন


ক্রীড়া ডেস্ক নভেম্বর ২৮, ২০২২, ০৯:৫০ পিএম
সুইসদের বিপক্ষে ব্রাজিলের দুই পরিবর্তন

ছবি: ইন্টারনেট

ঢাকা : এবারের কাতার বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম ম্যাচেই সার্বিয়ার বিপক্ষে ২-০ গোল ব্যবধানের দারুণ এক জয় তুলে নেয় ব্রাজিলিয়ানরা। তবে ম্যাচ শেষে বেশ বাজে দুঃসংবাদ শুনতে হয় সেলেসাওদের। ইনজুরির জন্য ছিটকে যান নেইমার।

এরপর আজ (২৮ নভেম্বর) সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে জানা যায় চোটে পড়ে ছিটকে গেছেন ডিফেন্ডার দানিলোও। দলের অন্যতম দুই সেরা তারকা চোটে পড়ায় আজকের ম্যাচে দুই পরিবর্তন নিয়ে শুরুর একাদশ সাজিয়েছেন ব্রাজিলের কোচ তিতে।

দানিলোর বদলে দলে টেনেছেন এদের মিলিতাওকে। এছাড়াও নেইমারের বদলে স্ট্রাইকার না টানলেও মিডফিল্ডার ফ্রেডকে সুযোগ দিয়েছেন তিতে। সুইজারল্যান্ডের বিপক্ষে আজ জিতলেই শেষ ষোল নিশ্চিত হয়ে যাবে সেলেসাওদের। একইভাবে সুইসরা জিতলে তারাও জায়গা করে নেবে পরের রাউন্ডে।

যদিও বিশ্বমঞ্চে দুই দলের সাক্ষাতে জেতেনি কেউই। দুইবার মুখোমুখি হয়ে দুটি ম্যাচেই ড্রয়ে সন্তুষ্ট থাকতে হয় ব্রাজিল-সুইজারল্যান্ডকে।

ব্রাজিলের শুরুর একাদশ : আলিসন (গোলরক্ষক), এদের মিলিতাও, মার্কুইনোস, থিয়াগো সিলভা, অ্যালেক্স সান্দ্রো, লুকাস পাকুইতা, ক্যাসেমিরো, ফ্রেড, রাফিনহা, রিচার্লিসন, ভিনিসিয়াস জুনিয়র।

ফরমেশন: ৪-৩-৩

ব্রাজিল কোচ: তিতে।

সুইজারল্যান্ডের শুরুর একাদশ: ইয়ান সমার (গোলরক্ষক), রিকার্ড রদ্রিগেজ, নিকো এলভেদি, ম্যানুয়েল আকাঞ্জি, সিলভান উইডমার, গ্রানিত শাকা, রেমো ফিউলার, ফাবিয়ান রেইডার, ডিজব্রিল শো, রুবেন ভারগাস, ব্রিল এমবোলো।

ফরমেশন: ৪-২-৩-১।

সুইজারল্যান্ড কোচ: মুরাত ইয়াকিন।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!