• ঢাকা
  • সোমবার, ১৩ মে, ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
বিশ্বকাপ বাছাই

যুক্তরাষ্ট্রকে হারিয়ে শুভ সূচনা ওয়েস্ট ইন্ডিজের


ক্রীড়া ডেস্ক জুন ১৯, ২০২৩, ১১:৪৩ এএম
যুক্তরাষ্ট্রকে হারিয়ে শুভ সূচনা ওয়েস্ট ইন্ডিজের

ঢাকা: বিশ্বকাপ বাছাইয়ে শুভ সূচনা করেছে ওয়েস্ট ইন্ডিজ। জনসন চার্লস, অধিনায়ক সাই হোপ, নিকোলাস পুরান, রোস্টন চেজ এবং জেসন হোল্ডারদের দুর্দান্ত ব্যাটিংয়ের ওপর ভর করে যুক্তরাষ্ট্রকে ৩৯ রানের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে দারুণ সূচনা করেছে ওয়েস্ট ইন্ডিজ।

শুরুতে ব্যাটিংয়ে কিছুটা কষ্ট করতে হলেও ৪৯.৩ ওভারে ২৯৭ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে অলআউট হয়নি যুক্তরাষ্ট্র। গজানন্দ সিংয়ের অপরাজিত দুর্দান্ত সেঞ্চুরি সত্ত্বেও ৭ উইকেট হারিয়ে ২৫৮ রান সংগ্রহ করতে সক্ষম হয়।

জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে শুরুতে বিপদে পড়লেও হাল ধরেন জনসন চার্লস। ১৪ রানে ২ উইকেট পড়ার পর চার্লস এবং সাই হোপ মিলে ১১৫ রানের বিশাল জুটি গড়ে তোলেন। এর মধ্যে ৬০ বলে ৫৪ রান করে আউট সাই হোপ। ৮০ বলে ৬৬ রান করেন জনসন চার্লস।

এই জুটির গড়ে দেয়া সাহসের পর ঝড়ো ব্যাটিং করেন নিকোলাস পুরান, রস্টোন চেজ এবং জেসন হোল্ডার। ২৮ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন নিকোলাস পুরান। ২টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কার মার মারেন তিনি।

রোভম্যান পাওয়েল শূন্য রানে আউট হয়ে গেলেও ঝড় তোলেন জেসন হোল্ডার। ৪০ বলে ৫৬ রান করেন তিনি। ২টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কার মার মারেন হোল্ডার।

শেষ পর্যন্ত ৪৯.৩ ওভারে ২৯৭ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে মিডল অর্ডারে ১০৯ বলে ১০১ রানে গজানন্দ সিং অপরাজিত থাকেন। 

দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান সংগ্রহ করেন সায়ান জাহাঙ্গীর। ৩২ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন নস্তুস কেনজিং। অ্যারোন জোন্স ৩০ বলে ২৩ রান করেন। ১৮ রান করেন ওপেনার স্টিভেন টেলর। ১৪ রান করেন সুশান্ত মদানি।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!