• ঢাকা
  • রবিবার, ০২ জুন, ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১

এক বছরের ছুটি চাইলেন মেসি, দুশ্চিন্তায় ভক্তরা 


ক্রীড়া ডেস্ক জুন ২৬, ২০২৩, ১১:০৭ এএম
এক বছরের ছুটি চাইলেন মেসি, দুশ্চিন্তায় ভক্তরা 

ঢাকা: দুদিন আগেই নিজের ৩৬তম জন্মদিন পালন করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। এর আগে আগামী বিশ্বকাপ নিয়ে নিজের পরিকল্পনার কথাও জানান। তবে হঠাৎ যে সিদ্ধান্ত নিলেন তাতে রীতিমতো দুশ্চিন্তায় ফুটবল জাদুকরের ভক্তরা।

আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি ও ফেডারেশনের প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়ার কাছে এক বছরের ছুটি চেয়েছেন মেসি। মেসি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন। সেখানে পরিবার নিয়ে স্থায়ী হতে চান তিনি। এর আগে মেসি বার্সেলোনা ও পিএসজিতে খেলেছেন। যুক্তরাষ্ট্র ভিন্ন মহাদেশে অবস্থিত হয়ায় সেখানকার ভাষা, সংস্কৃতি, জীবন সবকিছু আলাদা। 

তাই সন্তানদের পড়াশোনা, সেখানে মানিয়ে নেয়ার জন্য তিনি জাতীয় দল থেকে এক বছরের ছুটি চেয়েছেন। খবর ডেইলি মিররের। মেসির এক বছরের বিশ্রামের অনুরোধে অবাক হয়েছেন আর্জেন্টিনার কোচ স্কালোনি ও ফেডারেশনের প্রেসিডেন্ট। আর্জেন্টিনার ভক্তরাও দুশ্চিন্তায় আছেন। এক বছরের ছুটি নিয়ে মেসি কী অবসরের ইঙ্গিত দিচ্ছেন? 

তবে তারা আর্জেন্টাইন সুপারস্টারের ছুটির বিষয়টি গুরুত্ব সহকারে ভাবছে। তাই আগামী বছরের কোপা আমেরিকা পর্যন্ত জাতীয় দলের বাইরে থাকতে পারেন মেসি।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!