• ঢাকা
  • সোমবার, ১৩ মে, ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

সবার আগে প্লে অফে রংপুর


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ০৯:৫৪ এএম
সবার আগে প্লে অফে রংপুর

ঢাকা : জাতীয় দলের অধিনায়কত্বের ভার থেকে মুক্ত হওয়ার পর যেন উড়ে চলেছেন সাকিব আল হাসান। আগের ম্যাচেই খুলনার বিপক্ষে খেলেছিলেন ৬৯ রানের ঝড় তোলা ইনিংস, বল হাতে নিয়েছিলেন দুই উইকেট। সেই ঝড় আজও বজায় রাখলেন তিনি। তাতে চট্টগ্রামের বিপক্ষে রংপুরের পুঁজি দাঁড়ায় ৮ উইকেটে ১৮৭ রান। জবাবে ৬ উইকেটে ১৬৯ রান করা চট্টগ্রাম ম্যাচ হারে ১৮ রানের ব্যবধানে।

নতুন বলে দারুণ শুরু করেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ৫২ রানে রংপুর রাইডার্সের ৩ ব্যাটারকে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল চ্যালেঞ্জার্সরা। তবে দুর্দান্ত জুটিতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন সাকিব আল হাসান ও শেখ মেহেদি হাসান। তাদের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়ে রংপুর।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে কাল ৩৩ বলে সাকিব তুলে নেন বিপিএল অধ্যায়ের ১৩তম ফিফটি। এর পরও মারমুখী মনোভাব ধরে রাখেন। ১৯তম ওভারে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচে পরিণত হওয়ার সময় তার নামের পাশে রান ৬২। ৩৯ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় এ ইনিংস সাজান সাকিব।

সাকিবের মতো এ ম্যাচেও ব্যাটে রান পেয়েছেন শেখ মেহেদি হাসান। ১৭ বলে ২০০ স্ট্রাইক রেটে ৩৪ রানের ইনিংসে কোনো চার মারেননি মেহেদি, হাঁকিয়েছেন ৪টি ছক্কা। এর আগে ১৯ বলে দুটি করে চার-ছয়ে ২৫ রান করেন রনি তালুকদার। শেষ দিকে শামিম হোসেন করেন ৯ বলে ১৭ রান। উইন্ডিজ তারকা রোমারিও শেফার্ড ২৭ রানে ৩ উইকেট শিকার করেন।

জবাবে শুরুতেই হোঁচট খায় চট্টগ্রাম। বোলিংয়ে আগুন ঝরিয়ে ৪ ওভারের স্পেলে মাত্র ১৪ রানে ৩ উইকেট শিকার করেন ডোয়াইন প্রিটোরিয়াস। চট্টগ্রামের প্রথম তিন ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান তিনি। জশ ব্রাউন ৪, সৈকত আলী ৯ ও তানজিদ হাসান তামিম ১৩ রানে শিকার বনেন প্রিটোরিয়াসের। পরে শেখ মেহেদির এক ওভারে ৪৫ রানের জুটি গড়া ব্রুস ও শুভাগত ফিরে গেলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় রংপুর। ব্রুস ২৪ ও শুভাগত ২১ রান করেন। বাকি সময়টুকু একাই যা ঝলক দেখান শেফার্ড। হাসান মাহমুদের ১৯তম ওভারে ২২ রান নিয়ে চাঞ্চল্য তৈরি করলেও তা যথেষ্ট হয়নি। ২১ বলে ফিফটি তুলে ৫ চার ৬ ছয়ে অপরাজিত থাকেন ৩০ বলে ৬৬ রান করে।

এমটিআই

Wordbridge School
Link copied!