• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

খুলনাকে উড়িয়ে প্লে-অফ নিশ্চিত করল চট্টগ্রাম


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ২০, ২০২৪, ০৫:১১ পিএম
খুলনাকে উড়িয়ে প্লে-অফ নিশ্চিত করল চট্টগ্রাম

ঢাকা: বিপিএলে তৃতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। আজ (মঙ্গলবার) খুলনা টাইগার্সকে ৬৫ রানের বড় ব্যবধানে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে শুভাগতহোমের দল।

অন্যদিকে শেষ ম্যাচে জিতলেও ফরচুন বরিশালের বড় হার কামনা করতে হবে খুলনাকে। তার মধ্যে আবার রানরেটে অনেকটাই পিছিয়ে খুলনা।

এই জয়ে গ্রুপপর্বে ১২ ম্যাচের ৭টি জিতে ১৪ পয়েন্ট হলো চট্টগ্রামের। অন্যদিকে ১১ ম্যাচে ৫ জয় নিয়ে ১০ পয়েন্ট খুলনার।  

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনার সামনে লক্ষ্য ছিল ১৯৩ রান। পারভেজ হোসেন ইমন (৮ বলে ৬) সুবিধা করতে না পারলেও এনামুল হক বিজয় আর শাই হোপ দলকে এগিয়ে নিচ্ছিলেন।

কিন্তু বিজয় ২৪ বলে ৩৫ আর হোপ ২১ বলে ৩১ করে আউট হওয়ার পরই খেই হারিয়ে ফেলে খুলনা। ইনিংসের অর্ধেকটা যেতে না যেতেই ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা।

একশর আগে (৯৯ রানে) খুলনার ৬ উইকেট তুলে নেয় চট্টগ্রাম। ততক্ষণে ১৩ ওভার পার হয়ে গেছে। ফলে এমন জায়গা থেকে আর ঘুরে দাঁড়ানোর উপায় ছিল না। শেষদিকে ১৭ বলে ১৮ করে পরাজয়ের ব্যবধানই যা একটু কমিয়েছেন জেসন হোল্ডার। ইনিংসের এক বল বাকি থাকতে ১২৭ রানে গুটিয়ে যায় খুলনা।

শুভাগতহোম ২৫ রানে ৩টি আর বেলাল খান মাত্র ১৩ রান দিয়ে নেন ২টি উইকেট।

এর আগে তানজিদ তামিমের ৬৫ বলে ১১৬ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে ৪ উইকেটে ১৯২ রানের বড় স্কোর গড়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

এআর

Wordbridge School
Link copied!