ঢাকা: মুস্তাফিজের বদলে ইংল্যান্ড পেসারকে দলে নিল চেন্নাই সুপার কিংস। বিসিবির দেওয়া ছাড়পত্র অনুসারে আইপিএলের চলতি মৌসুমে আর মাত্র ৪টি ম্যাচ খেলতে পারবেন মুস্তাফিজ।
এরপর আর বাকি ম্যাচগুলোতে এই টাইগার পেসারকে দলে পাবে না চেন্নাই সুপার কিংস (সিএসকে)। যে কারণে বাধ্য হয়ে বিকল্প ক্রিকেটার খুঁজে বের করতে হয়েছে চেন্নাইকে।
মোস্তাফিজের বদলি হিসেবে ইংল্যান্ডের পেসার রিচার্ড গ্লিসনকে স্কোয়াডে যুক্ত করেছে চেন্নাই। এবারই প্রথম আইপিএলে ডাক পেলেন ডানহাতি এই পেসার।
২০২২ সালে ৩৪ বছর বয়সে ইংল্যান্ড দলে অভিষেক হয় গ্লিসনের। ইংলিশদের হয়ে মাত্র ৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। উইকেট নিয়েছেন ৯টি। তবে ইংল্যান্ডের হয়ে ওয়ানডে ও টেস্ট খেলার সুযোগ হয়নি বর্তমানে ৩৬ বছর বয়সী এই পেসারের।
এআর
আপনার মতামত লিখুন :