• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ায় ‘মানবপাচারের হোতাসহ’ ৫১ বাংলাদেশি গ্রেপ্তার


নিউজ ডেস্ক জানুয়ারি ১২, ২০১৮, ১০:৩৩ পিএম
মালয়েশিয়ায়  ‘মানবপাচারের হোতাসহ’ ৫১ বাংলাদেশি গ্রেপ্তার

ঢাকা: মালয়েশিয়ায় অভিযান চালিয়ে মানবপাচার চক্রের হোতাসহ ৫১ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন সংস্থা।

শুক্রবার (১২ জানুয়ারি) সকালে শাহ আলম এলাকার একটি আস্তানা থেকে তাদেরকে আটক করা হয় বলে নিশ্চিত করেছে মালয়েশিয়ার অভিবাসন সংস্থা ।

দেশটির অভিবাসন সংস্থার মহাপরিচালক মুস্তাফা আলি জানান, ‘আবাং বাংলা’ নামে পরিচিত ৪৩ বছর বয়সী ওই নাটের গুরুসহ সবাই ঢাকা থেকে জাকার্তায় হয়ে নৌকায় করে অবৈধভাবে মালয়েশিয়ার প্রবেশ করে। এরা সবাই অভিবাসন বিভাগের কালো তালিকাভুক্ত।

তিনি বলেন, কয়েক সপ্তাহ ধরে শাহ আলমের বাড়ির ওপর নজর রাখছিলাম আমরা। পরে অভিবাসন কর্মকর্তারা অভিযান চালিয়ে শাহ আলমসহ ৫০ জনকে আটক করে।

তিনি বলেন, গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনের বয়স ২০ থেকে ৪৫ এর মধ্যে। তারা কালোতালিকাভুক্ত হওয়ায় মালয়েশিয়ায় বিমানযোগে আসতে পারেনি।

মুস্তাফা আলি আরো বলেন, এর আগেও গ্রেপ্তারকৃত ওই ব্যক্তিরা মালয়েশিয়ায় এসে ধরা খেয়েছিল। ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষের পরেও কাজ করার দায়ে ধরা পড়ে তারা। এ কারণে তাদের কালোতালিকাভুক্ত করা হয়েছিল।

ঘটনাস্থল থেকে ১৩ হাজার মালয়েশীয় রিঙ্গিত জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!